এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হাথরাসে দলিত যুবতীর নৃশংস অত্যাচার ধামাচাপা দিতে চাইছে বিজেপি বড়সড় অভিযোগ তুলে পদত্যাগ বিজেপি নেতার

হাথরাসে দলিত যুবতীর নৃশংস অত্যাচার ধামাচাপা দিতে চাইছে বিজেপি বড়সড় অভিযোগ তুলে পদত্যাগ বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে প্রধান লক্ষ্য। যে নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির। কেন্দ্রীয় স্তরে বৈঠক করে কিভাবে তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে হবে, তার ব্যাপারে নানা পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক তৃণমূল বিধায়ক তৃণমূলের গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে জল্পনা বাড়িয়ে দিয়েছেন। যার ফলে সেই সমস্ত বিধায়কদের ভাঙিয়ে বিজেপিতে যোগদান করার পরিকল্পনা করতে পারে ভারতীয় জনতা পার্টি বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে যখন বিজেপি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই বিজেপি নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনা গেরুয়া শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল। সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে উত্তরপ্রদেশের ঘটনার ব্যাপারে সরব হয়ে কালিয়াগঞ্জ বিধানসভার 2016 সালের বিজেপি প্রার্থী রুপাক রায় পদত্যাগ করার কথা শুনিয়ে দিলেন। স্বাভাবিক ভাবেই উত্তর দিনাজপুরের হেভিওয়েট বিজেপি নেতার এইভাবে পদত্যাগ করার কথা নিঃসন্দেহে গেরুয়া শিবিরের বিড়ম্বনাকে বাড়িয়ে দিল বলেই দাবি বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, শনিবার রায়গঞ্জে একটি সাংবাদিক সম্মেলন করেন রুপক রায়। সেখানে তিনি বলেন, “বিজেপির একাধিক কাজকর্মে নানা প্রশ্ন চিহ্ন রয়েছে। উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব যে সমস্ত কাজ করছে, তা মেনে নেওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশে দলিত যুবতীর উপর যে অত্যাচার হয়েছে, তা ধামাচাপা দিতে চাইছে বিজেপি। এছাড়াও রাজবংশী সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। এর প্রতিবাদে আমি দল থেকে পদত্যাগ করছি।”

একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের জেলা বিজেপির নেতা যেভাবে দলের বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করার কথা বললেন, তা আগামী দিনের তৃণমূলের কাছে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। কেননা বর্তমানে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাস্তায় নেমে বিজেপিকে চাপে ফেলতে তৎপর হয়েছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলো। তাই এই পরিস্থিতিতে বিজেপি নেতা যেভাবে এই ঘটনার প্রতিবাদ করে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন, তাতে শাসক দল আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ব্যাপারে পদ্ম শিবিরের ঘুম উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করতে পারেন বলেই দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলছেন, লোকসভা নির্বাচনে বিজেপি সাফল্য পাওয়ার পর তৃণমূল সহ অন্যান্য দল থেকে অসংখ্য নেতাকর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। যার ফলে বিজেপির পুরনো দিনের সৈনিকরা গুরুত্ব পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলায় বিজেপি পদ্ধতি পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রূপকবাবু। তবে দল থেকে ইস্তফার কথা তিনি জানিয়ে দিলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, দল বিরোধী কাজের জন্য গতবছর রূপক রায়কে শোকজ করা হয়েছিল।

তবে জেলা নেতৃত্বের পক্ষ থেকে যে দাবিই করা হোক না কেন, বিজেপির অন্দরের দ্বন্দ্ব যে প্রকাশ্যে চলে আসছে এবং তা যে আগামী দিনে আরও বাড়বে, তাতে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে যদি এইভাবে দলের নেতারা দলের গঠনতন্ত্র নিয়ে সরব হতে শুরু করেন, তাহলে ক্ষমতায় আসার সাধ বিজেপিকে ভুলে যেতে হবে বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে একাংশের মতে, রুপক রায়ের মত বিজেপি নেতা এবার দলের বিরুদ্ধে প্রশ্ন তুলে নিয়ে যেভাবে পদ থেকে সরে যাওয়ার কথা জানালেন, তাদতে বিজেপির অস্বস্তি ক্রমশ বাড়ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!