এখন পড়ছেন
হোম > জাতীয় > তাজমলের নামবদল-এর আজব দাবি করে ফের বিতর্কে বিজেপি বিধায়ক

তাজমলের নামবদল-এর আজব দাবি করে ফের বিতর্কে বিজেপি বিধায়ক


বেফাঁস মন্তব্য করে ধারাবাহিকভাবে সংবাদ শিরোনামে আসার ঘটনায় ভারতবর্ষের স্বাধীনতাত্তোর রাজনীতিতে শীর্ষ স্থান অর্জনের পথে এবার গেরুয়া শিবির। চলতি বছরে একের পর ঘটনাই এর প্রমাণ দিচ্ছে। এতদিন অবধি ধর্ম পুরাণের ঘটনা ও তাঁর আধুনিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিলো দলীয় নেতা মন্ত্রীদের বিশেষজ্ঞ সূচক মন্তব্য। কিন্তু এবার সেই তালিকায় যোগ হলো ঐতিহাসিক স্থাপত্যও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উত্তরপ্রদেশের বিধায়ক  সুরেন্দ্র সিং এদিন তাজমহলের নাম বদল করে রামমহল করার জন্যে সুপারিশ করলেন। সম্প্রতি যৌনকর্মীদের স্বভাবের সাথে সরকারী কর্মচারীদের উৎকোচ গ্রহণের প্রবণতার সাদৃশ্য টেনে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন তিনি। এরপর এদিন তাজমহল প্রসঙ্গে মন্তব্যে করে স্বভাবতই তিনি নিজ দায়িত্বে রাজ্য তথ দেশবাসীর কাছে হাস্যস্পদ হয়ে উঠছেন। তিনি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে বললেন , “তাজ আমাদের দেশের সম্পদ, নির্মাণকর্মীদের শ্রম ব্যবহার করেই তো কেউ বানিয়েছে এই মহলটি, তাই তাজমহল ধ্বংস করা ঠিক নয় বলে মনে হয় আমার। এগুলিই তো ভারতের আসল সম্পদ। বরং তার নাম পাল্টানো হোক।’‌’ এই কথার উত্তরে পালটা প্রশ্ন করে তিনি কী নাম প্রস্তাব করছেন জানতে চাওায়া হলে তিনি বললেন ,”‌রাম মহল বা কৃষ্ণ মহল নাম রাখা যেতে পারে। আর আমার মত যদি মানা হয়, তাহলে তাজমহলকে রাষ্ট্রভক্ত মহল বলা উচিত।’‌’ একজন অভিজ্ঞ বিধায়কের এইরকম মন্তব্য দল তথা রাজ্যের ভোট ব্যাঙ্কে আগামী দিনে কী প্রভাব ফেলে সেটাই দেখার !

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!