এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > তালিবানদের করায়ত্ত আফগানিস্থান, বদলে যেতে চলেছে এবার দেশের নামও,শঙ্কিত আপামর জনতা

তালিবানদের করায়ত্ত আফগানিস্থান, বদলে যেতে চলেছে এবার দেশের নামও,শঙ্কিত আপামর জনতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই আফগানিস্তানের একের পর এক শহরের দখল নিতে শুরু করেছিল তালিবান জঙ্গিরা। এবার, কাবুলও চলে গেল তালিবানদের হাতে। মাজার-ই-শরীফ, জালালাবাদ শহর দখল করার পর গতকাল দুপুরে কাবুলে এসে পৌঁছায় তালিবান জঙ্গিরা। শান্তিপূর্ণভাবেই কাবুলে প্রবেশ করেছিল তালিবান জঙ্গিরা। কয়েকদিনের মধ্যেই দেশের সম্পূর্ণ ক্ষমতা তালিবানের হাতে চলে যাচ্ছে।

গতকাল আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর, হঠাৎ তিনি দেশ ত্যাগ করেছেন। জানা যাচ্ছে, সম্প্রতি তাজাকিস্তানে রয়েছেন তিনি। তাঁর চলে যাওয়ার পর তাঁর প্রাসাদ দখল করে নিয়েছে তালিবান জঙ্গিরা। দেশের এই বিপদের মুহূর্তে রাষ্ট্রপতির এভাবে দেশ ছেড়ে চলে যাওয়াতে আশঙ্কা আরও বাড়ছে সাধারণ মানুষের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বহু মানুষকে ব্যাংকের সামনে লম্বা লাইন দিতে দেখা গিয়েছিল। ব্যাংকে থাকা নিজেদের সম্বল তুলে নিতে চাইছেন বহু মানুষ। অনেকেই শেষ সম্বল নিয়ে ঘরবাড়ি ছেড়ে কোনো নিরাপদ স্থানে চলে যাবার মনস্থির করেছেন। বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন গতকাল। এদিকে ভারতে থাকা আফগানিস্তানের ছাত্ররাও প্রচন্ড আতংকে দিন গুনছে। দেশে ফিরে গেলে কি অবস্থা হবে? সেটা নিয়েই বাড়ছে আতঙ্ক। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভারতে থাকাও তাদের পক্ষে আর সম্ভব হবে না।

এদিকে জানা যাচ্ছে, আফগানিস্তান দখলের পর এবার এর নাম পর্যন্ত বদলে দিতে চাইছে তালিবানরা। আফগানিস্তানের নাম এখন থেকে রাখা হবে ইসলামিক এম্পায়ারেট অফ আফগানিস্তান। আশরফ ঘানি জানালেন, তলোয়ার ও বন্দুকের জোরে শাসন ক্ষমতা কায়েম করেছে তালিবানেরা। তারা মানুষের মন জয় করতে পারেনি। এখন দেশ ও দেশের সম্মান রক্ষার দায়িত্ব তাদের হাতে। তবে, মানুষের মন জয় না করে আজ পর্যন্ত কেউ ক্ষমতা ধরে রাখতে পারেনি। এবার ঐতিহাসিক পরীক্ষার মুখে পড়েছে তালিবানরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!