এখন পড়ছেন
হোম > জাতীয় > টালমাটাল রাজনীতি! খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেন ৭ বিধায়ক! ঘুম উড়ছে শাসকদলের?

টালমাটাল রাজনীতি! খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেন ৭ বিধায়ক! ঘুম উড়ছে শাসকদলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘসময়ের বাম শাসনের পর ত্রিপুরাতে ফোটে পদ্মফুল। মুখ্যমন্ত্রী করা হয় বিজেপি নেতা বিপ্লব দেবকে। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ ত্রিপুরা রাজ্য বিজেপির একটি অংশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ত্রিপুরার ৭ জন বিজেপি বিধায়ক অভিযোগ জানালেন দিল্লিতে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ৭ জন বিজেপি বিধায়কের অভিযোগ, বিজেপি দলের মধ্যে কার্যত একনায়কতন্ত্র গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। প্রসঙ্গত, বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী, আশিস সাহা, আশিস দাস, দিওয়া চন্দ্র রাংখাল, বুর্ব মোহন ত্রিুপুরা, পরিমাল দেব বর্মা, রামপ্রসাদ পাল, সুদীপ রায় বর্মন প্রমুখরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন যে, আরো ২ জন বিধায়ক তাঁদের পক্ষে আছেন, তবে, করোনা আতঙ্কের কারণে তারা দিল্লি গিয়ে তাদের অভিযোগের কথা জানাতে পারছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছিলেন, ” বিবেকানন্দের ছবি ঘরে রাখলে বিজেপি সরকার ৩০-৩৫ বছর থাকবে ক্ষমতায় “। এবার তাঁরই মসনদে থাকা নিয়ে তৈরী হলো প্রশ্ন। বিজেপি সূত্র জানিয়েছে যে, বিজেপির শীর্ষ নেতৃত্ব ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিরোধীদের দিল্লিতে তলব করেছেন। তাদের সঙ্গে বৈঠক করে, তাদের সমস্ত অভিযোগ শুনে, তাদের সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করছেন জে পি নাড্ডা। আবার বিজেপি দলের একাংশের মতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রতি প্রধানমন্ত্রীর যথেষ্ট সুদৃষ্টি রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণ করা প্রায় অসম্ভব।

৭ জন বিধায়ক এর বিরোধিতায় বিজেপি সরকার কি বড় বিপদে পড়তে পারে? এই প্রশ্ন করা হলে ত্রিপুরা বিজেপি তাতে অসম্মতি জানায়। মুখ্যমন্ত্রীর সমর্থক বিধায়কেরা জানালেন, ত্রিপুরায় বিজেপি সরকার যথেষ্ট নিরাপদেই আছে। মাত্র কয়েকজনের বিদ্রোহে দলের বিশেষ কোনো ক্ষতি হবে না

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!