এখন পড়ছেন
হোম > জাতীয় > টালবাহানার পর অবশেষে নারদ মামলার শুনানি নিয়ে বিশেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, চাপ বাড়লো কি শাসকদলের?

টালবাহানার পর অবশেষে নারদ মামলার শুনানি নিয়ে বিশেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, চাপ বাড়লো কি শাসকদলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ টালবাহানার পর আজই সুপ্রিম কোর্টে হতে চলেছে নারদ মামলার শুনানি। বিচারপতির অনিরুদ্ধ বসু নারদ মামলার বিচার প্রক্রিয়া থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে, আজ এই মামলার শুনানি নিয়ে সংশয় দেখা দিয়েছিল সুপ্রিম কোর্টে। এরপর সমস্যার সমাধান হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বসুর পরিবর্তে তাঁর দায়িত্ব নিতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সরান। এরপর আদালতে আজই মামলার শুনানি হবে বলে, জানা যাচ্ছে।

আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হেমেন গুপ্ত ও অনিরুদ্ধ বসুর এজলাসে নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু। বিচারপতি হেমেন গুপ্ত এরপর নতুন বেঞ্চ গঠন করতে আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানার কাছে। এরপর বিচারপতি বিনীত সরানকে আনা হয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসুর স্থলে। আজ বিচারপতি বিনীত সরান ও বিচারপতি হেমেন গুপ্তর বেঞ্চে মামলার শুনানি চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। আর আজ নারদ মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু। অনেকে মনে করছেন এই দুই বিচারপতি বাঙালি হবার কারণে বিচার প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

কেননা সে ক্ষেত্রে মামলার বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ইতিপূর্বে নিরপেক্ষতার প্রশ্ন থাকায় বিচার পক্রিয়া থেকে বিচারপতিরা সরে গিয়েছিলেন। আবার, অনেকে এটাও মনে করছেন যে, অতীতে যখন আইনজীবী ছিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। সেসময়ে মামলার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের হয়ে হয়তো আদালতে লড়াই করে থাকতে পারেন তিনি। কিংবা তাঁদের সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে তাঁর। এ কারণেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল। তাই বিচার প্রক্রিয়া থেকে সরে যেতে পারেন বিচারপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!