এখন পড়ছেন
হোম > রাজ্য > তাপসী মালিকের উদাহরণ সামনে রেখে নতুন করে আন্দোলনের ডাক কংগ্রেসের

তাপসী মালিকের উদাহরণ সামনে রেখে নতুন করে আন্দোলনের ডাক কংগ্রেসের

  মমতা বন্দ্যোপাধ্যায় যখন তেমনভাবে সক্রিয় নন ঠিক সেই সময়েই ঘটে সিঙ্গুরে তাপসী মালিক হত্যাকান্ড। আর সেই আন্দোলনে যোগ দিয়েই শুরু নতুন লড়াই। না আর ফিরে তাকাতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তা থেকেই শিক্ষা নিয়ে এবার অস্তাচলে যাওয়া কংগ্রেস ফিরে আসতে মরিয়া। আর তাই এবার রাজ্যের মৎস্যজীবিদের হাত ধরে লোকসভা নির্বাচনে সাফল্যে পেতে উদ্যোগী হচ্ছে প্রদেশ কংগ্রেস। এই উদ্দেশ্যেই মৎস্য জীবিদের নিয়ে ‘ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ফিশারম্যান কংগ্রেস’ নামক এক কমিটি প্রতিষ্ঠা করলো কংগ্রেস। সদ্য অনুষ্ঠিত হলো এই কমিটির প্রথম বৈঠক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অল্প দিনের মধ্যেই তারা সক্রিয় আন্দোলনে অংশ গ্রহণ করবেন। এদিন এই কমিটির সর্বভারতীয় ভাইস চেয়ারম্যান আক্রুজ্জামান সাহেব বললেন, “এরাজ্যের মত্‍স্যজীবীদের অনেক সমস্যা রয়েছে। আমরা চাই তাদের তাদের সমস্যাগুলো দূর হোক। তাদের দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করব। সিঙ্গুরে তাপসী মালিকের ইস্যু নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে পারে আমরাই বা সফল হব না কেন?” রাজনৈতিকমহলের মতে উদ্যোগ ভালো তবে কতটা কি হবে তা নিয়ে বলা মুশকিল। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায় নন। তাই এখানেও কংগ্রেস মুখ থুবড়ে পড়বে।
এখন দেখার সত্যি কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে কিনা?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!