তাপস পালকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কি বললেন তিনি নদীয়া-২৪ পরগনা রাজ্য April 21, 2019 তাপস পাল জনপ্রিয় অভিনেতার পাশাপাশি তৃণমূলের কৃষ্ণনগরের বিদায়ী সংসদ। তার সাথেই “ঘরে ছেলে ঢুকিয়ে দেবার”মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কম ট্রোল্ড হতে হয়নি তাঁকে। পাশাপাশি তিনি রোজভ্যালি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেলেও ছিলেন অনেক দিনই। এমতাবস্থায় তাঁর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পাশের সেলে সুদীপ বাবুকে দেখতে মুখ্যমন্ত্রী গেলেও তাঁর সাথে দেখা করেন নি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, একই সময়ে ভুবনেশ্বরের জেলে ছিলেন সুদীপ বন্দোপাধ্যায়। আর তাঁকে দেখতে মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়েছিলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এখানেই শেষ নয় তাপসবাবুর স্ত্রীর অভিযোগ ছিল সংসদ জেলে যেতেই দলের তরফ থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ বা সম্পর্ক রাখেনি। জামিনে মুক্ত হবে পরেও বার বার পার্থ চ্যাটার্জীর সাথে দেখা করতে গিয়েছিলেন পার্থবাবু অনেকবার দেখা করেন নি শেষে দেখা করেন। দল তাঁর সঙ্গে যথেষ্ট দূতত্ত্ব বজায় রেখে চলছে এখনো। আর তাই কৃষ্ণনগরে তাঁকে টিকিট না দিয়ে তাঁব বদলে টিকিট দেওয়া হয়েছে করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রকে। যদিও তাপস পালকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য তো দূরে থাকে তাঁর নাম নিতেও দেখা যায়নি নেত্রীকে। কিন্তু ভোট বড় বালাই আর তাই এদিন তাঁর মুখে তাপস পালের নাম শোনা গেলো। তিনি এদিন বলেন যে, “তাপস অসুস্থ। তাই দু’মাস কাজে আসতে পারেনি। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।” নদিয়ার পানিঘাটার সভায় এভাবেই তাপস পালের হয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মুহুয়া মিত্রের প্রচারেও দেখা যায়নি তাপস পালকে আর সেখানে তাঁর নাম নিয়ে ক্ষমা চেয়ে আদতে মুহুয়াকেই এগিয়ে রাখলেন নেত্রী এমনটাই মত রাজনৈতিকমহলের। আপনার মতামত জানান -