এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তাপস পালের মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া, মুখ্যমন্ত্রীর টুইটের মাধ্যমে শোকপ্রকাশ

তাপস পালের মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া, মুখ্যমন্ত্রীর টুইটের মাধ্যমে শোকপ্রকাশ


তাপস পাল বাংলার রুপোলি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র 22 বছর বয়সে পরিচালকের হাত ধরে প্রথম বাংলার দর্শকদের সামনে আসেন তিনি ‘দাদার কীর্তি’ নিয়ে। আর এরপর পেছনে ঘুরে তাকানোর আর সুযোগ হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বাংলার পাশাপাশি বলিউডেও তিনি পা দিয়েছিলেন মাধুরী দীক্ষিতের সাথে অভিনয় করে সিনেমায় মঙ্গলবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

অভিনেতা ও সাংসদ তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টালিগঞ্জ পাড়া। অন্যদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উল্লেখ্য, তাপস পাল বিশিষ্ট অভিনেতা হওয়ার সাথে সাথে ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয় এদিন। সেখানে মুখ্যমন্ত্রী প্রাক্তন সাংসদ এবং বিধায়ক এর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করা সাথে তিনি তাঁর স্ত্রী এবং কন্যা সোহিনী পালকেও সমবেদনা জানিয়েছেন।

এদিন তাপস পালের প্রতি শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন বিশিষ্ট অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রাণে আমি গভীর শোক প্রকাশ করছি তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল 61 বছর তার অভিনীত উল্লেখযোগ্য ছবির দাদার কীর্তি সাহেব ভালোবাসা ভালোবাসা অনুরাগ এর ছোঁয়া অমর বন্ধন ইত্যাদি তিনি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন তাপস পাল 2014 সালে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন পশ্চিমবঙ্গ সরকার 2012 সালের চলচ্চিত্র পুরস্কার প্রদান করে ফিল্মফেয়ার পুরস্কার পান তার অভিনয়ও রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল আমি তাপস পালের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে সাথে তৃণমূলের আরেক সংসদ ডেরেক ও ব্রায়নও টুইটারের মাধ্যমে সাংসদ ও বিধায়ক প্রয়াত তাপস পালের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি টুইটারে তাপস পালের একটি ছবি প্রকাশ করেন। উল্লেখ্য, গত পয়লা ফেব্রুয়ারি বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাপস পাল। তারপর থেকেই তিনি ছিলেন ভেন্টিলেশনে, গত 6 ফেব্রুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয় বলে খবর। কিন্তু সোমবার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এবার অবশ্য কাউকে কিছু করার সুযোগ দেননি তিনি। রাত 3 টা 35 মিনিটে তাঁর মৃত্যু হয়।

তাপস পাল এর মৃত্যুতে বাংলার দর্শকদের মনেও শোকের ছাপ স্পষ্ট। তাপস পালের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা প্রমুখ হিট ছবি। প্রসঙ্গত সাহেব ছবির জন্য তাপস পাল 1981 সালে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূল লোকসভার সাংসদ ছিলেন তিনি। তবে রাজনীতিতে আসার পর তিনি বহু বিতর্কে জড়িয়েছেন। তবে বিতর্ককে দূরে সরিয়ে শেষ জীবনে তিনি সবকিছু থেকে দূরে সরে গিয়েছিলেন। অন্যদিকে, শারীরিক কষ্ট তাঁকে ভোগাচ্ছিল বলে জানা গেছে। সূত্রের খবর, তিনি দীর্ঘদিন ধরেই নার্ভের রোগে ভুগছিলেন। তাপস পালের মৃত্যুতে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!