এখন পড়ছেন
হোম > রাজ্য > তাপস ও রাজেশের মৃত্যু “বেদনাদায়ক” জানিয়েও ইসলামপুর ও রায়গঞ্জ নিয়ে বড় দাবি শুভেন্দুর

তাপস ও রাজেশের মৃত্যু “বেদনাদায়ক” জানিয়েও ইসলামপুর ও রায়গঞ্জ নিয়ে বড় দাবি শুভেন্দুর

গত কুড়ি সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে তাপস বর্মন এবং রাজেশ সরকার নামে দুই ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। পুলিশি গুলিতেই মৃত্যু হয়েছে দুই নিরীহ ছাত্রের-এই দাবি তুলে পথে নেমে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে চাপ বাড়িয়েছে গেরুয়া শিবির। পাল্টা মৃত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকেও এই পুরো ঘটনায় দাবি তোলা হয়েছে সিবিআই তদন্তের।

কিছুদিন আগেই এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে চাপে রেখে ইসলামপুরের কোর্ট মাঠে মৃত দুই ছাত্রের পরিবারকে সাথে নিয়ে সভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে শাসক দল এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে তুলোধোনা করেছেন তিনি। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেই ইসলামপুর কোর্ট মাঠে জনসভা করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিনের এই সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্বরা।

ভিড়ে ঠাসা এই জনসভায় উপস্থিত হয়ে দাড়িভিট কাণ্ডে মৃত ছাত্র রাজেশ সরকার এবং তাপস বর্মন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এই মৃত্যু বেদনাদায়ক। বিজেপি এই নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। মৃত্যুর কখনো কোনো ক্ষতিপূরণ হয় না। তাও বলছি, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলতে আমাদের মুখ্যমন্ত্রী প্রস্তুত আছেন।”

পাশাপাশি পুলিশের গুলিতে যে এই দুই ছাত্রের মৃত্যু হয়নি ফের সেই কথা উল্লেখ করে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে খোঁচা দিয়ে পরিবহনমন্ত্রী বলেন, “অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামে বিহার থেকে আনা গুন্ডাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে। আগামী দিনে প্রতিটি খুনি ধরা পড়বে।”

শুধু তাই নয়, এদিনের এই সভা থেকে আগামী লোকসভা ভোটের দামামাও বাজিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “লোকসভা ভোটের আর মাত্র 5 থেকে 6 টা মাস বাকি। চ্যালেঞ্জ করছি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আমরা নেবোই। সেলিম থার্ড হবেন। বিজেপি অনেক দূরে থাকবে। ইসলামপুর থেকে তৃণমূল প্রার্থী 30 হাজার ভোটে লিড দেবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, এদিন ইসলামপুরে জনসভা করে একদিকে দাড়িভিট কান্ড নিয়ে বিজেপিকে কটাক্ষ অপরদিকে লোকসভা ভোটে তৃণমূলই যে এই কেন্দ্র দখল করবে সেই ব্যাপারে আশার বাণী শুনিয়ে দলীয় নেতাকর্মীদের বাড়তি অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!