এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > তাপসী মালিকের মৃত্যু দেখিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল মেয়র !

তাপসী মালিকের মৃত্যু দেখিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল মেয়র !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে শুরু করেছে, ততই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। তবে পাল্টা জবাব দিতে কোন অংশেই কম নয় শাসক দল তৃণমূল। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে প্রচারের দুটি হাত গরম ইস্যু পেয়ে গেছে শাসকদল তৃণমূল। যা হলো নয়া কৃষি বিল ও হাথরাসের গণধর্ষণ কাণ্ড।

অল্প কিছুদিন আগেই প্রবল বাকবিতণ্ডা, বিরোধ, প্রতিবাদের মধ্যে দিয়ে সংসদে প্রস্তাবিত ও পাস হয়েছিল কৃষি বিল। এই বিল উত্থাপনের সময় থেকেই, এই বিলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে নামে বিভিন্ন বিরোধী মহল। দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু কৃষক সংগঠনও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। কোথাও অবরোধ, কোথাও বা রেল রোকো, কোথাও আবার ট্রাক্টর জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় বিলের বিরুদ্ধে। এরপর থেকে বিজেপি কেন্দ্রীয় কৃষি বিল বা আইনের সপক্ষে প্রচার আরম্ভ করে।

গতকাল কেন্দ্র আনীত নয়া কৃষি আইনের সমর্থনে ঝাড়গ্রাম জেলা বিজেপি গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রী শিব মন্দিরের মাঠে প্রথমে একটি মিছিলের আয়োজন করে। মিছিলের পর কেন্দ্রীয় নয়া কৃষি আইনের প্রচারে একটি বিশেষ সভারও আয়োজন করা হয়েছিল। যে সভায় বক্তব্য রেখেছিলেন রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্ত। তিনি ছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ, বিজেপি নেতা সঞ্জিত মাহাতো প্রমুখেরা ছাড়াও ঝাড়গ্রাম জেলা বিজেপির একাধিক মন্ডল সভাপতিরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই সভায় একদিকে যেমন কেন্দ্রীয় কৃষি বিলের স্বপক্ষে প্রচার করা হলো। অপরদিকে তেমনি বজ্রনির্ঘোষ করা হলো শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে একহাত নিয়ে গতকালের সভামঞ্চ থেকে রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্তকে বলতে শোনা গেল, ” অনেক কষ্ট করে তৃণমূল তৈরি করেছিলাম। এখন প্রায়শ্চিত্ত করছি। তাপসী মালিকের মৃত্যু দেখিয়ে ক্ষমতায় এসেছে। এখন তার বাবার কেউ খবর রাখেনা।”

গতকাল বিজেপির পক্ষ থেকে চন্দ্রী শিবমন্দির প্রাঙ্গনের মিছিল ও সভা সম্পন্নের পর নয়াগ্রাম বিধানসভা এলাকার খড়িকামাথানি চকেও কেন্দ্রীয় কৃষিবিলের সপক্ষে কৃষকদের সঙ্গে নিয়ে একটি মিছিল বের করে ঝাড়গ্রাম জেলা বিজেপি। এই মিছিলের পর সেখানেও একটি সভার আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় কৃষি বিল এর সমর্থনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!