এখন পড়ছেন
হোম > জাতীয় > “তপশিলি জাতি-উপজাতির লোকেদের গালিগালাজ করছেন দিদির লোকেরা। তাঁদের ভিখারি বলছেন।” – বিস্ফোরক প্রধানমন্ত্রী

“তপশিলি জাতি-উপজাতির লোকেদের গালিগালাজ করছেন দিদির লোকেরা। তাঁদের ভিখারি বলছেন।” – বিস্ফোরক প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধারে তিনটি জনসভায় যোগদান করতে চলেছেন তিনি। সম্প্রতি তিনি জনসভা করছেন পশ্চিম বর্ধমানের তালিতে। তাঁর পরবর্তী জনসভা রয়েছে কল্যাণী ও বারাসাতে। বটুকেশ্বর দত্ত, রাস বিহারী বোসের ভূমিকে প্রণাম জানিয়ে তালির জনসভায় বক্তব্য রাখতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, বর্ধমানের দুটি জিনিস প্রসিদ্ধ। একটি হল চাল, অপরটি হল মিহিদানা। মুখ্যমন্ত্রীর প্রতি তিনি প্রশ্ন করেছেন যে, তিনি কি বর্ধমানের মিহিদানা পছন্দ করেন না?

প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন, এত তিক্ততা কোথা থেকে এসেছে মুখ্যমন্ত্রীর? পশ্চিমবঙ্গের চার দফা নির্বাচনে তৃণমূল সাফ হয়ে গেছে। যারা খেলা করার ভাবনাতে ছিলেন, তাদের সঙ্গে খেলা হয়ে গেছে। প্রধানমন্ত্রী জানান, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ইনিংস শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, তপশিলি জাতি, উপজাতির মানুষদের গালিগালাজ করছেন মুখ্যমন্ত্রীর লোকেরা। তাদেরকে ভিখারি বলা হচ্ছে। এতে বাবাসাহেব আম্বেদকরের আত্মা কষ্ট পেয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছেন মুখ্যমন্ত্রীর লোকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেউ কখনো ভাবতে পারেনি, বাংলার ভূমিতে এমনটা হতে পারে। কোন ব্যক্তি এমন ভাষা ব্যবহার করতে পারেন? এটা কল্পনার অতীত। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী নিজেকে রয়েল বেঙ্গল টাইগার বলেছেন। তপশিলি জাতি ও উপজাতির লোকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছাড়া কেউ এমনটা বলতে পারেননা। মুখ্যমন্ত্রীর ইচ্ছা না থাকলে তৃণমূলের নেতারা এমন বলতে পারেন না। কখনো মুখ্যমন্ত্রী এর বিরোধ করেননি, ক্ষমা চাননি। মুখ্যমন্ত্রীকে সমর্থন করা দলগুলিও দলিতদের অপমান নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটা কথাও বলেনি।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানালেন, দলিতদের অপমান করে তিনি ভালো করেননি। তিনি পাপ করেছেন। প্রধানমন্ত্রী জানান, রাজা রামমোহন রায় জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। দেশকে তিনি দিশা দেখিয়েছিলেন। তাঁর বাংলায় দলিতদের এভাবে অপমান করা হচ্ছে। হরিচাঁদ ঠাকুর জাতি প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন। তাঁর বাংলায় দলিতের এমন অপমান করছেন। রামকৃষ্ণ পরমহংস সমস্ত জীবের মধ্যেই ঈশ্বরকে দেখেছেন। তাঁর বাংলায় দলিতের অপমান করা হচ্ছে। ঈশ্বরচন্দ্র, রানী রাসমনির বাংলায় দলিতের অপমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন, তিনি দলিতদের অপমান করে ভুল করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!