এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে – বড়সড় অভিযোগ জানিয়ে সিবিআই-কে চিঠি দিলেন শুভেন্দু!

তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে – বড়সড় অভিযোগ জানিয়ে সিবিআই-কে চিঠি দিলেন শুভেন্দু!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন পর আবারও রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন সারদা মামলায় ধৃত সুদীপ্ত সেন। সম্প্রতি রাজ্য রাজনীতির গণ্যমান্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন সুদীপ্ত সেন। সেই অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান এবং এই চিঠি অনুযায়ী এবার নতুন করে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলো তৃণমূল। সুদীপ্তর দাবি, তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছিলো। কিন্তু শুভেন্দু অধিকারী এবার পাল্টা নিজের মতামত জানিয়েছেন। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বহুচর্চিত নাম। তৃণমূলে তিনি এখনো পর্যন্ত থাকলেও ইতিমধ্যেই তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন।

আর তারপরেই তার বিরুদ্ধে পত্র বোমা ফাটিয়েছে সারদা হামলায় জড়িত সুদীপ্ত সেন। যদিও এই পত্রবোমার সত্যতা কতখানি, তা অবশ্য যাচাই করে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। সুদীপ্তর চিঠির পাল্টা সিবিআইকে এবার চিঠি দিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 9 ডিসেম্বর কলকাতা সিবিআই ডিরেক্টরের পাশাপাশি দিল্লিতে সিবিআই ডিরেক্টরের শুভেন্দু অধিকারী চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এবং সেই চিঠিতে শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে চক্রান্তের দাবি করেছেন। প্রেসিডেন্সি জেলে রয়েছে এই মুহূর্তে সুদীপ্ত সেন। এবং জেল থেকেই সুদীপ্ত সেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর প্রথম সারির পাঁচ নেতার বিরুদ্ধে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ করেছে।

সুদীপ্ত সেনের কথা অনুযায়ী সুজন চক্রবর্তী 9 কোটি টাকা, শুভেন্দু অধিকারী 6 কোটি টাকা, অধীর চৌধুরী 6 কোটি টাকা এবং বিমান বসু 2 কোটি টাকা নিয়েছেন তাঁর কাছ থেকে। পাশাপাশি সুদীপ্ত তাঁর চিঠির শেষে লিখেছেন বলে শোনা যাচ্ছে, উচ্চ নৈতিক অবস্থান নিয়ে এই মুহূর্তে যারা বাংলায় রয়েছেন, তারা আসলে মানুষকে ঠকিয়েছেন। এখন তাঁরাই আবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। আর ঠিক এই জায়গাতেই প্রবল আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু তাঁর চিঠিতে দাবি করেছেন, হতে পারে কোনো প্রভাবশালী জোর করে সুদীপ্ত সেনকে দিয়ে এই চিঠি লিখিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি দাবি করেছেন, গত 27 নভেম্বর তিনি রাজ্য মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই সুদীপ্তর চিঠি প্রকাশ পেলো। এবং এটি তাঁর বিরুদ্ধে একটি বড়সড় চক্রান্ত। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে শুভেন্দু কি এই চক্রান্তের পেছনে তাঁর নিজের দলের হাত দেখছেন? সিবিআইকে সুদীপ্ত সেনের চিঠির পেছনের সত্য তুলে আনার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন- একজন বিচারাধীন বন্দির লেখা চিঠি কিভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হলো? নিয়ম অনুযায়ী সেই চিঠি শুধুমাত্র জেল কর্তৃপক্ষ এবং রাজ্যের এডিসি এবং আইজি কারা বিভাগের হাতে থাকা উচিত।

পাশাপাশি সুদীপ্তর লেখা চিঠির একটি অংশকে বিশেষভাবে চিহ্নিত করে শুভেন্দু অধিকারী তীব্র আপত্তি জানিয়েছেন। সুদীপ্ত যেখানে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেছে, সেই জায়গাটুকু উদ্ধৃত করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন- তাঁকে এই ভাষা চূড়ান্তভাবে মানসিক আঘাত করা হয়েছে। যদিও জানা যাচ্ছে, সুদীপ্ত এক্ষেত্রে নির্দিষ্টভাবে কারোর নাম করেনি। প্রসঙ্গত, 2013 সালে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সুদীপ্ত। সে সময় একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ এনেছিলেন। এবং সেই সব নেতাদের মধ্যে অন্যতম নাম ছিল বর্তমান বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

অন্যদিকে বিশেষজ্ঞরা অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন সুদীপ্ত সেনের এই চিঠি নিয়ে। দীর্ঘদিন পর সুদীপ্ত সেন হঠাৎ করে এই চিঠি লিখলেন কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি রাজ্যে আসছে একুশের বিধানসভা নির্বাচন। হঠাৎ করে তার আগে সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে শুভেন্দুও তাঁর বিরুদ্ধে চক্রান্তের দাবী যেভাবে তুলেছেন তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যে এইমুহুর্তে ঘটে চলেছে একটার পর একটা চমক। তবে সুদীপ্তর চিঠি কিংবা শুভেন্দু অধিকারীর চিঠি সিবিআইয়ের অন্দরমহলে কতদূর কার্যকর হচ্ছে, তার ওপর নজর রাখছে এই মুহূর্তে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!