এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তাঁর বিরুদ্ধে তোলা বিস্ফোরক অভিযোগের জবাবে এবার পাল্টা পদক্ষেপ রাজ্যপালের, শোরগোল রাজনীতিতে

তাঁর বিরুদ্ধে তোলা বিস্ফোরক অভিযোগের জবাবে এবার পাল্টা পদক্ষেপ রাজ্যপালের, শোরগোল রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – দায়িত্বভার গ্রহণের পর থেকেই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে বারবার নানা অভিযোগ করেছেন, প্রশ্ন তুলেছেন। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছিলেন তিনি। এবার এর জবাব দিলেন রাজ্যপাল। তিনি জানালেন, এই অভিযোগ তথ্যের দিক থেকে অসমর্থনযোগ্য। তাই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার কথা জানালেন তিনি।

তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেছিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বিভিন্ন রকমের মেসেজ করছেন তিনি। তবে, তিনি এর জবাব দিচ্ছেন না, কারণ তিনি জানেন কিছু লিখলেই রাজ্যপাল তা টুইট করে দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সৌগত রায়ের বক্তব্যের জবাবে টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, একজন সাংবিধানিক প্রধানকে যে ভাবে আক্রমণ করা হয়েছে, তার সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। যা অত্যন্ত সঙ্কীর্ণ, তথ্যের দিক থেকে অসমর্থনযোগ্য। এরপর সৌগত রায়কে তিন পাতার একটি চিঠি পাঠালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। তার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাহার করে নেবার কথা জানালেন তিনি।

অন্যদিকে, আজ বর্ষবরণের প্রাক মুহূর্তে এক বিশেষ টুইট করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। যে টুইটে তিনি লিখেছেন, রাজ্যবাসীকে শুভ নববর্ষ ২০২২ এর শুভেচ্ছা, শান্তি,সমৃদ্ধি, সুখের সময় আসুক এই নতুন বছরে। করোনা মুক্ত হোক আগামী দিন। কাছের ও প্রিয়জনদের ভালোবাসায় ভরে উঠুক জীবন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!