এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তাড়াহুড়ো নয়, প্রার্থী তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, জেনে নিন

তাড়াহুড়ো নয়, প্রার্থী তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে বেশ সাবধানী হয়েই পথ চলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। অতীতে নির্বাচনের সময় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার দিনই প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করতে দেখা যেত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার একদমই সেই কাজ করেননি নেত্রী। যা থেকে এক প্রকার স্পষ্ট, প্রার্থী তালিকা নিয়ে এবার তড়িঘড়ি পা ফেলতে চাইছে না তৃণমূল কংগ্রেস।

একাংশ বলছেন, এই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে চরম বিক্ষোভ তৈরি হতে পারে। আর সেই কারণেই সেই বিষয়ে কিছুটা সর্তকতা অবলম্বন করছে ঘাসফুল শিবির। আর এর পেছনে প্রশান্ত কিশোরের নির্দেশ রয়েছে বলেই দাবি করা হচ্ছে। আর তাই এবার তৃণমূলের প্রার্থী তালিকা দফায় দফায় প্রকাশ করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। একাংশ বলছেন, 2019 সালের লোকসভা নির্বাচনের মত আর কোনো ভুল করতে চান না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের যুক্তির উপর নির্ভর করে কোন বিধানসভা কেন্দ্রের বিধায়ক কেমন কাজ করেছে, তার উপরে সকলকে টিকিট দেওয়ার কথা ভাবছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি বিজেপির সঙ্গে দলের যারা যোগাযোগ রাখছে, তাদের টিকিট দিয়ে যাতে বিপদ ডাকা না হয়, তার জন্যেও কিছুটা সতর্ক ঘাসফুল শিবির। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে যে, বিজেপি দফায় দফায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। সেক্ষেত্রে কোন বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা হবে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে একেবারে সমস্ত প্রার্থী ঘোষণা না করে দফায় দফায় সেই প্রার্থী তালিকা ঘোষণার দিকে নজর দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে কারা টিকিট পাবে, সেই ব্যাপারে একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। মূলত মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিগত পাঁচ বছর ধরে জনপ্রতিনিধিদের কাজের উপর নির্ভর করে তৃণমূলের পক্ষ থেকে এবার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচন করা হবে। পর্যবেক্ষকদের মতে, এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা প্রশান্ত কিশোরের নজরে যারা ভালো, তারা তৃণমূলের প্রার্থী হতে পারেন।

সেদিক থেকে যদি একেবারে সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়, তাহলে অনেক বিক্ষুব্ধ বেরিয়ে পড়তে পারে। যার ফলে নির্বাচনের মুখে তৃণমূলের অসন্তোষে ফায়দা তুলে নিতে পারে ভারতীয় জনতা পার্টি। তাই একেবারে সমস্ত আসনের প্রার্থী ঘোষণা না করে দফায় দফায় কাজের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দলের বিক্ষুব্ধ নেতাদের আটকানো এবং অন্যদিকে জনতার সঙ্গে সংযোগ রাখা নেতাদের প্রার্থী করে নিজের কোর্টেই বল রাখতে চাইছেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!