এখন পড়ছেন
হোম > রাজনীতি > তাড়াহুড়ো নয়, গণনা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! জেনে নিন!

তাড়াহুড়ো নয়, গণনা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে হাইপ্রোফাইল কেন্দ্র হিসেবে পরিচিত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে প্রথম থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন বলে জানানো হলেও পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাকে পরাজিত করে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী।

আর এরপর থেকেই এই ফলাফল নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হয়। স্বাভাবিকভাবেই ভবানীপুর সহ রাজ্যের আরও দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনার ক্ষেত্রে যাতে কোনো বিতর্ক তৈরি না হয়, তার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। এক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়ো করে ফলাফল সামনে আনতে চাইছে না কমিশন। আর তার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হল বড় উদ্যোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভবানীপুরের যেখানে ভোট গণনা হচ্ছে, সেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতিটি রাউন্ডের গণনার শেষে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছেন, সেখানে তা লিখে দেওয়া হবে। অর্থ্যাৎ কমিশনের আধিকারিকরা সেই বোর্ডে সম্পূর্ণরূপে সমস্ত প্রার্থীর প্রাপ্ত ভোট লিখে দিয়ে যাতে পরবর্তীতে আর কোনো প্রশ্ন না থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করেছেন।

অনেকে বলছেন, অতীত থেকে শিক্ষা নিয়েই কমিশনের এই পদক্ষেপ। কেননা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে যাওয়া এবং তারপরে আবার শুভেন্দু অধিকারীর জয়লাভ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাই কোনো বিতর্ক যাতে না ওঠে, তার জন্যই উপনির্বাচনের ফলাফল প্রকাশের ক্ষেত্রে কমিশনের এই পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!