এখন পড়ছেন
হোম > জাতীয় > দিদির কেষ্টভাইয়ের – তারামায়ের কাছে বিশেষ প্রার্থনা, লোকসভার দামামা কি বেজেই গেল?

দিদির কেষ্টভাইয়ের – তারামায়ের কাছে বিশেষ প্রার্থনা, লোকসভার দামামা কি বেজেই গেল?


আগামী লোকসভা নির্বাচনের তৃণমূলের সাফল্যের জন্য রবিবার কৌশিকী অমাবস্যায় ১০৮টি জবার মালা দিয়ে তারাপীঠে পুজো দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকি গর্ভগৃহে ঢুকে নিজের হাতে তারা মাকে পুজো দেন। গত রবিবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ। সাধারণ মানুষের ভীড়ের মধ্যেই পরনে সাদা পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষ হাতে জবা ফুলের ডালি নিয়ে হাজির হন জেল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন জেলা সহা-সভাপতি অভিজিত রানা সিংহ। মা তারা তাঁর মনস্কামনা পূরণ করে বলে বার বার এখানেই তিনি ফিরে আসেন বলেন জানালেন শিবভক্ত অনুব্রত মণ্ডল|

পুজোর শেষে অনুব্রতবাবু  জানান, ‘মায়ের কাছে প্রার্থনা করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যজুড়ে যা উন্নয়ন করেছে তাঁকে খালি হাতে ফিরিও না। মা তুমি হিংসা দূর কর। মা তুমি সব পারো। রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবক’টি যেন তৃণমূল পায়।” তিনি দাবি জানান যে, আগেও যেমন মা আশীর্বাদ করেছেন সেই রকমই এই বারেও ৪২ এ ৪২ পাবার কথা জানিয়েছেন| এবারও রাজ্যের সব আসনে জয়ের ব্যাপারে আশীর্বাদ করেছেন বলে জানালেন ভক্ত অনুব্রতবাবু|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এদিন তিনি বলেন যে ”কুকুর খেপে গেলে যখন ইনজেকশনে কাজ করে না, তখন সে মন্দিরে মন্দিরে ঘুরে বেরায়।” রাজনৈতিকমহলের মতে এই কত আর কাউকে নোই নাম না করে বিজেপিকেই বিঁধেছেন তাদের যুক্তি হলো কেননা গতমাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলা সফরে এসে তারাপীঠ গিয়েছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!