এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তারাপীঠ মন্দিরে পুজো সিআরপিএফ আইজির, কড়া বার্তা দিলীপ ঘোষের!

তারাপীঠ মন্দিরে পুজো সিআরপিএফ আইজির, কড়া বার্তা দিলীপ ঘোষের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ দফায় নির্বাচন ছিল বীরভূম সহ একাধিক জেলায়। এমনিতেই বীরভূম জেলা নিয়ে নানা সময়ে অভিযোগ তুলতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কথা তুলে ধরে বারবার কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা। এবারেও যাতে নির্বাচনের সময় কোনো অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিল নির্বাচন কমিশন।

অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হয়েছিল। কিন্তু তার পরেও নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও সিআরপিএফের আইজি সদলবলে পুজো দিতে যান তারাপীঠ মন্দিরে। আর ছবি প্রকাশ্যে আসার পরই রীতিমত শোরগোল পড়ে যায়। কমিশনের পক্ষ থেকে সিআরপিএফ কর্তার কাছে জবাবদিহি তলব করা হয়। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, অন্যান্য দিনের মত শুক্রবারেও প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ব্যাপারে প্রতিক্রিয়া দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে। কেননা তারাপীঠ মন্দিরে ওই জেলার তৃণমূল সভাপতিও গিয়েছিলেন। তারপর সিআরপিএফের আইজি গিয়েছিলেন। সুতরাং অনেকের মধ্যেই এই বিষয় নিয়ে নানা ধারণা হয়েছিল। গোটা ঘটনা ঠিক হয়নি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্যে কেন্দ্রীয় বাহিনীর সেই পদস্থ কর্তা যে কিছুটা হলেও অস্বস্তির মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। কর্তব্যরত অবস্থায় নির্বাচনের দিন সেই সিআরপিএফের আইজি সদলবলে যেভাবে তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন, তা নিয়ে এমনিতেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর এবার গোটা বিষয়টি ঠিক হয়নি বলে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এবারে প্রতিটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর ছিল নির্বাচন কমিশন। মোটের ওপর অন্যান্য বারের থেকে এবার অশান্তি অনেকটাই কম হয়েছে বলে দাবি করছেন সকলে। কিন্তু শেষ দফায় বীরভূমের মত বিরোধীদের চোখে স্পর্শকাতর’ জেলায় যখন নির্বাচন, তখন কেন্দ্রীয় বাহিনীর পদস্থ কর্তার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার ঘটনা নিঃসন্দেহে নানা মহলে গুঞ্জনের সৃষ্টি করে।

তৃণমূলের পক্ষ থেকে এমনিতেই কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছিল। আর তার মধ্যেই এই ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলে দেয় কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে। তবে গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!