এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তরজার মাঝেই রেলের অনুষ্ঠানে যোগ হেভিওয়েট তৃণমূল বিধায়কের, জল্পনা তুঙ্গে!

তরজার মাঝেই রেলের অনুষ্ঠানে যোগ হেভিওয়েট তৃণমূল বিধায়কের, জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের সম্পর্ক খুব একটা ভালো নয়। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করতে নানা সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হলেও, সেখানে তৃণমূলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনেকেই সেখানে উপস্থিত হন না। আর এই পরম্পরা দীর্ঘদিন ধরেই চলছে। স্বাভাবিকভাবেই 2021 এর বিধানসভা নির্বাচনের দামামা বাজা যখন শুধু সময়ের অপেক্ষা, ঠিক তখনই কার্যত সেই পরম্পরাকে ভেঙে দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল তৃণমূল বিধায়ক শীতল সর্দারকে।

যে ঘটনায় এই বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। যেখানে তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার বা বিজেপি পরিচালিত সরকারের সমস্ত অনুষ্ঠানে না যাওয়ার মত সিদ্ধান্ত নেন ঘাসফুল শিবিরের জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা-নেত্রীরা, সেখানে এই তৃণমূল বিধায়ক হঠাৎ করে কেন রেলের অনুষ্ঠানে উপস্থিত হলেন, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। তাহলে কি যেভাবে একের পর এক তৃণমূলের হেভিওয়েট জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন, সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন শীতলবাবুর মত তৃণমূল বিধায়ক?

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার ভার্চুয়ালের মাধ্যমে রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। যেখানে ছিল হাওড়া সাঁকরাইলের একটি প্রকল্প। আর এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। যেখানে রেলমন্ত্রী নিজে অনুপস্থিত থাকলেও সেখানে সমস্ত আধিকারিক এবং রেল কর্তৃপক্ষের উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় আমন্ত্রিত সাকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দারকে। আর সেই ঘটনায় এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

যেখানে তৃণমূলের কোনো জনপ্রতিনিধি বিশেষত এই দলবদলের মুহূর্তে কেউ বিজেপির ঘনিষ্ঠ হতে চাইছেন না, সেখানে সরাসরি কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে এভাবে তৃণমূল বিধায়কের উপস্থিতি তাহলে কি দলবদলের জল্পনাকে বাড়িয়ে দিল? তাহলে কি শীতলবাবু এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? আর তাই রেলের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল তাকে! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। যদিও বা এই প্রসঙ্গে সমস্ত জল্পনাতে জল ঢেলে দিয়েছেন সেই তৃণমূল বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “মা-মাটি-মানুষ ছাড়া আমি কিছু বুঝি না। এলাকার উন্নয়নের স্বার্থেই রেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।” কিন্তু এখানেই প্রশ্ন, তার দলের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নীতি আয়োগের বৈঠক হলেও, সেই বৈঠকে যোগ দেননি। স্বাভাবিক ভাবেই যখন তার দলের সর্বময় নেত্রী কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকছেন না, তখন দলের দেখানো পথে না হেঁটে যেভাবে কেন্দ্রীয় সরকারের রেলের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল এই তৃণমূল বিধায়ককে, তাতে কি তিনি দলের বিপক্ষে পা বাড়ালেন না?

একাংশের দাবি, মুখে তৃণমূল বিধায়ক বিতর্ককে এবং জল্পনাকে বন্ধ করতে যে কথাই বলুন না কেন, তার এই ধরনের কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষত যখন তৃণমূল থেকে অনেক হেভিওয়েট বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন, তখন এই তৃণমূল বিধায়ক কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তার দলের বিড়ম্বনা ক্রমশ বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শুধুমাত্র এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি কেন্দ্রীয় সরকারের এই অনুষ্ঠানে যোগ দিলেন? নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে, তার রহস্য উন্মোচন করতেই ব্যস্ত সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!