এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তারকা প্রার্থীকে বহিরাগত বলে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক, বাড়ছে জল্পনা!

তারকা প্রার্থীকে বহিরাগত বলে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এমনটা যে হতে চলেছে, তা আগেভাগেই আশঙ্কা করা হয়েছিল। আর প্রার্থী ঘোষণার পর সেই আশঙ্কাতেই কার্যত সীলমোহর পড়ল। ইতিমধ্যেই জেলায় জেলায় প্রার্থী ঘোষণা নিয়ে তৃণমূলের বিক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। অনেক জায়গাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে তারকা প্রার্থীকে দাঁড় করিয়েছেন। যার মধ্যে অন্যতম বাঁকুড়া। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম।

বিশিষ্ট অভিনেত্রী প্রার্থী হলে অন্তত সকলে একসাথে কাজ করবেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করার পরেই এবার রীতিমত দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিদায়ী বিধায়ক শম্পা দরিপা। স্বাভাবিক ভাবেই তৃণমূলের এই হেভিওয়েট বিদায়ী বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে এবার রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে শম্পা দরিপা বলেন, “আমার দলের শ্লোগান, বাংলা তার নিজের মেয়েকেই চায়। অথচ তিনি একবারও ভাবলেন না যে, বাঁকুড়াও তার নিজের মেয়েকে চায়। এই যে বহিরাগত দুদিন আগে যোগ দিয়ে আজকে প্রার্থী হয়েছে, কোনোদিন বন্দেমাতরম বলেনি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেনি, মানুষের সঙ্গে মেশেনি, তারা কি করে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবেন?” পাশাপাশি তাকে কথা দেওয়া হলেও সেই কথা দল রাখেনি বলেও জানিয়ে দিয়েছেন এই তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “আমাকে কথা দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিকে আমাকে স্পেশালি ডেকেছিল। সবার সঙ্গে কথা হয়েছিল। এটা আমার সঙ্গে বারবার করা হচ্ছে। আমাকে পৌরসভার চেয়ারম্যান করব বলে করা হয়নি। লোকসভা ভোটের সময় নেত্রী নিজে প্রার্থী করার কথা বলেছিলেন। তিনটে পর্যন্ত আমার নাম দেখানোর পর সুব্রত মুখোপাধ্যায়ের নাম দেখানো হয়। আমি এসবে অভ্যস্ত হয়ে যাচ্ছি।” আর এখানেই প্রশ্ন, এভাবে যদি প্রার্থী ঘোষণা হওয়ার পরেও, তৃণমূলের ক্ষোভ বাড়তে শুরু করে, তাহলে কিভাবে সকলকে একসাথে নিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের ঐক্য অটুট রাখবে?

তবে এই ব্যাপারে জেলা তৃণমূলের নেতা দিলীপ আগরওয়াল বলেন, “শম্পা দরিপা একসময় বিধায়ক ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তার মনে ইচ্ছা থাকতেই পারে, বাঁকুড়া বিধানসভায় দাঁড়ানোর। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন, তার কথা মেনে আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়া উচিত।”বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, যে সমস্ত বিধানসভা কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেখানে তারকা প্রার্থী দিয়ে জয় নিশ্চিত করতে। আর সেই কারণেই বাঁকুড়াতে কিছুদিন আগেই সুপারস্টার হিসেবে পরিচিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দলে যোগদান করতেই তাকে প্রার্থী করা হয়েছে।

যার ফলে অন্তত এখানে কোনো বিতর্ক থাকবে না বলেই মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যেভাবে সেই তারকা প্রার্থীকেও বহিরাগত বলে আখ্যা দিলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক, তাতে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!