এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তর্পণের মঞ্চ খোলায় ক্ষেপে লাল হেভিওয়েট বিজেপি নেতা দিলেন পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি!

তর্পণের মঞ্চ খোলায় ক্ষেপে লাল হেভিওয়েট বিজেপি নেতা দিলেন পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলায় তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এবার বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগে মমহালয়াকে ঘিরেও শুরু হয়ে গেল রাজনৈতিক দ্বন্দ্ব। মহালয়ার আগের দিন বাগবাজার ঘাটে বিজেপির পক্ষ থেকে শহীদ তর্পণ এর ব্যবস্থা করা হয়। কিন্তু পুলিশি তৎপরতায় সেই কর্মসূচি পালন করা যায়নি। আর এর ফলেই শুরু হয় তীব্র বাদানুবাদ। মহালয়ার সকালে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় নিজে তর্পণ সেরে উঠে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন।

রীতিমতো পুলিশের উর্দি খুলে নেবার হুমকি দিলেন তিনি। রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে তর্পণ সারেন বাঁকুড়ার গন্ধেশ্বরী ঘাটে। এরপরেই বাগবাজার ঘাটে বিজেপির শহীদ তর্পণের অনুষ্ঠান বানচাল করে দেওয়া প্রসঙ্গে তীব্র আক্রমণ করেন তিনি পুলিশকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোহিত ভাতা দেওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন রাজু বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দেওয়া নিয়ে রীতিমত নাটক তৈরি করেছেন। রাজু অভিযোগ করেন, এ রাজ্যে দুর্গাপূজো, তর্পণ থেকে শুরু করে কোনো ধর্মীয় আচার পালন করা যায় না ঠিকভাবে। গতকাল বিজেপির শহীদ তর্পণের মঞ্চ খুলে দেয় পুলিশ। করোনার জন্য নির্দিষ্ট সময়ে বাগবাজার ঘাটে মৃতদের পরিবারের সদস্যরা পৌঁছালেও পুলিশি বাধার কারণে তাঁদের অন্য ঘাটে তর্পণ সারতে হয়। পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা।

অরবিন্দ মেনন, মুকুল রায়রা তীব্র বিক্ষোভ দেখান পুলিশের সামনে। যদিও তাতে বিশেষ কোনো কাজ হয়নি। সেই ঘটনার জেরে রাজু বন্দ্যোপাধ্যায় এবার পুলিশকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করলেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই ঘটনার রেশ আরও বহুদূর গড়াবে। গেরুয়া শিবিরের তীব্র ক্ষোভ এই মুহূর্তে প্রশাসনের উপর। রাজনৈতিক মহলের মতে, মহালয়ায় শহীদ তর্পণ না করতে দেওয়ায় তৃণমূল বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব অন্য মাত্রা পেল। আপাতত এই ঘটনাকে একুশের বিধানসভা নির্বাচনে কিভাবে ব্যবহার করে গেরুয়া শিবির, সেদিকে লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!