এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড় ধাক্কা টাটা গোষ্ঠীতে! সাত দশকের সম্পর্কের ইতি টানতে চলেছে দ্বিতীয় বৃহত্তম অংশীদার!

বড় ধাক্কা টাটা গোষ্ঠীতে! সাত দশকের সম্পর্কের ইতি টানতে চলেছে দ্বিতীয় বৃহত্তম অংশীদার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতীয় ব্যাবসায়িক সংস্থাগুলির ক্ষেত্রে টাটা গোষ্ঠী ভারতের অর্থনীতির অনেকটাই ভীত দখল করে রয়েছে। তবে সম্প্রতি সেই টাটা গোষ্ঠীকে নিয়েই সামনে এসেছে চমকে দেওয়া কিছু খবর। গত কয়েক বছর ধরেই কিছু সমস্যার কথা শোনা গিয়েছিল এই গোষ্ঠীর অন্যতম শেয়ার হোল্ডারদের সঙ্গে। এবার সেই নিয়ে প্রকাশে শোনা গেলো ঘর বদলের কাহিনী।

কথা হচ্ছে, সাপুরজি-পালনজি পরিবারের। টাটা গোষ্ঠীর সঙ্গে এদের ঝামেলার কথা প্রথম ২০১৬ সাল নাগাদ প্রকাশ্যে এসেছিল। সেই সময় জানা গিয়েছিল, টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাপুরজি-পালনজি পরিবারের সদস্য সাইরাস মিস্ত্রিকে। আর যা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সেই সময় ২০১২ সালের ডিসেম্বরে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হন সাইরাস। তবে ২০১৬ সালে তাঁকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স। কিন্তু তিনি এই সিদ্ধান্ত মানতে রাজি ছিলেন না। ফলত তিনি আইনি লড়াইয়ের যাওয়ার সিদ্ধান্ত নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর প্রায় তিন বছর দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের সঙ্গে লড়াই করার পর তাদের নির্দেশে সাইরাস নিজের পুরনো পদ ফিরে পান। কিন্তু সেই সিদ্ধান্ত আবার মানতে নারাজ হন টাটারা। এবারে তাঁরা সাইরাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তারপর থেকে শীর্ষ আদালতেই আইনি লড়াই চলছিল এতদিন। এরই মধ্যে মঙ্গলবার আদালতে সাইরাস জানিয়ে দিয়েছেন, টাটা গোষ্ঠীর সঙ্গে তাঁরা আর কোনও সম্পর্ক রাখতে চান না।

আর এতেই সাত দশকের সম্পর্কে ইতি পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। তাই সাপুরজি-পালনজি গ্রুপ, টাটা গোষ্ঠীর দ্বিতীয় বৃহত্তম অংশীদাররা তাঁদের সংস্থার ১৮.৪ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বস্তুত, দুটি পৃথক সংস্থার মাধ্যমে সেই অংশীদারিত্ব ধরে রেখেছিলেন তাঁরা। তবে এদিন মিস্ত্রি পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর নয়! এবার সেই শেয়ার তাঁরা বিক্রি করে দিতে চান। উল্টোদিকে টাটা গোষ্ঠীও সাফ জানিয়ে দিয়েছে যে, তাঁদেরও মিস্ত্রিদের শেয়ার কিনতে কোনো আপত্তি নেই। তবে টাটা সংস্থার কথায়, এর মাধ্যমে সকলের পক্ষেই কাজ করতে সুবিধে হবে বলেই জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!