এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তথাগতর সঙ্গে ‘গোপন’ বৈঠক! সাংবাদিকদের প্রশ্নে প্রশ্নে চূড়ান্ত ক্ষিপ্ত মুকুল! জল্পনা বাড়ছে!

তথাগতর সঙ্গে ‘গোপন’ বৈঠক! সাংবাদিকদের প্রশ্নে প্রশ্নে চূড়ান্ত ক্ষিপ্ত মুকুল! জল্পনা বাড়ছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলার রাজনীতিতে মুকুল রায়কে নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই মুকুল রায়কে স্বাভাবিকভাবে আর বিজেপির প্রত্যক্ষ কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছেনা। আর তার জেরেই গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি মুকুল রায় বিজেপি ছাড়তে চলেছেন? কিছুদিন আগেই মুকুল দিলীপ দ্বন্দ্বের কথা সংবাদ শিরোনামে উঠে এসেছিল। সেই রেশ এখনো মেটেনি। যদিও মুকুল রায় এবিষয়ে এখনো অব্দি কোনো মন্তব্য করেননি।

বিজেপি নেতা তথাগত রায় পৌঁছে গেলেন মুকুল রায়ের বাড়িতে। বেশ কিছুক্ষণ তাঁদের বৈঠক হয় বলে জানা গেছে। আর এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন মুকুল রায়কে বোঝাতেই তথাগত রায় পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে জানা গেছে, তাঁদের মধ্যে সাংগঠনিক আলোচনা হয়েছে এদিন। এ প্রসঙ্গে তথাগত রায় জানিয়েছেন, তাঁর প্রথম লক্ষ্য তৃণমূলের জনবিরোধী কর্মসূচিকে তুলে ধরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির আরেক নেতা মুকুল রায় বাড়ি থেকে বেরোতেই মুখোমুখি হন সাংবাদিকদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁকে কিছুটা রাগান্বিত হতে দেখা যায়। তিনি কোনো উত্তর না দিয়েই চলে যান বলে জানা গেছে। অন্যদিকে তথাগত রায় জানিয়েছেন, মুকুল রায়ের বাড়িতে দলের জনসংযোগ, কার্যপদ্ধতি, সাংগঠনিক বিষয় নিয়ে তাঁর সাথে মুকুলের আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত কেউই জানাননি। অন্যদিকে আগামী চৌঠা সেপ্টেম্বর বিজেপির গণতন্ত্র বাঁচাও দিবস পালন কর্মসূচিতে তথাগত রায় থাকবেন না বলে জানা গেছে। তিনি জানিয়েছেন, যেহেতু তিনি এখনও দলের সক্রিয় সদস্য হননি, তাই নিয়মানুযায়ী তিনি ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না।

অন্যদিকে তিনি জানিয়েছেন, আগামী দিনে তাঁর লক্ষ্য তৃণমূলের বিভিন্ন জনবিরোধী কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরা। পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি কি কাজ হবে, তা বোঝানোর চেষ্টা করা। রাজনৈতিক মহলে তথাগত এবং মুকুল রায়ের বৈঠক ঘিরে শুরু হয়েছে জোরদার চর্চা। অনেকের মতে, তথাগত রায় মুকুল রায়কে বুঝিয়ে-সুজিয়ে দলে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। এতে করে বর্তমানে তথাগত রায় দলের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন অনেকেই। তবে বর্তমান পরিস্থিতিতে মুকুল রায়ের বিজেপিতে সক্রিয় না হওয়া অনেককিছুরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!