এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তথাগত রায়কে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এক ঢিলে অনেক পাখি মারল সংঘ ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব?

তথাগত রায়কে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এক ঢিলে অনেক পাখি মারল সংঘ ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি। বাংলায় সংগঠন পরিচালনা করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে মাঝে মেঘালয়ের রাজ্যপাল হওয়ার কারণে বাংলা ছাড়তে হয় তথাগত রায়কে। সম্প্রতি মেঘালয়ের রাজ্যপাল পদ থেকে সরে গিয়ে আবার বাংলার রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই কলকাতায় ফিরে এসে নিজের মতো করে বিজেপির সংগঠনের বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছেন তথাগত রায়। কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

বর্তমানে বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তাদের রাজনৈতিক রণনীতি স্থির করেছে। এমত পরিস্থিতিতে বিজেপির শীর্ষস্তরের মুকুল রায় বনাম দিলীপ ঘোষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে দাবি করছেন একাংশ। আর তার মধ্যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় যদি বঙ্গ রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন, তাহলে ত্রিফলা দ্বন্দ্বে টালমাটাল হতে পারে গেরুয়া শিবিরের অন্দরমহল বলে দাবি একাংশের।

অনেকেরই প্রশ্ন, তথাগতবাবুর মত প্রবীণ রাজনীতিবিদ বাংলার রাজনীতির ক্ষেত্রে বাড়তি তৎপরতা শুধুমাত্র সৌজন্য নাকি এর পেছনে অন্য কোন অংক রয়েছে! অনেকে বলছেন, তথাগতবাবু যদি এই সময় বাংলার রাজনীতির হাল ধরতে শুরু করেন, তাহলে বিজেপির সংগঠনের অনেকটাই পরিবর্তন হবে। কেননা যেভাবে রাজ্যপালের মেয়াদ ফুরোতে না ফুরোতেই তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাতে তার এই উদ্যোগের পেছনে সংঘ বা কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা রয়েছে বলেও দাবি করা হচ্ছে। বস্তুত, তথাগতবাবু আরএসএসের দক্ষ সংগঠক।

বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে তার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। রাজ্য সভাপতি থাকার সময় তিনি হয়ত বা সংগঠনকে ঠিকমত পরিচালনা করতে পারেননি। কিন্তু দলীয় নিয়ম এবং শৃঙ্খলায় তার জুড়ি মেলা ভার। বর্তমানে যখন বিজেপি বাংলার সংগঠনে বাড়তি নজর দিচ্ছে, তখন তথাগত রায় দিলীপ ঘোষের নানা মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরোধিতা করেছেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলার সংস্কৃতির সঙ্গে এই ধরনের মন্তব্য কখনই যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন তথাগত রায় কে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন এক ঢিলে দুই পাখি মারতে উদ্যত হয়েছে। একদিকে দিলীপবাবুর বিরুদ্ধ গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে, অন্যদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে অভিযোগের বহর বাড়তে শুরু করেছে। তাই এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধদের ক্ষোভকে মান্যতা দিতে তথাগত রায়ের মত বিশিষ্ট ব্যক্তির ভূমিকা অনেকটাই কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। আর তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংঘ শিবির তথাগত রায়কে মাঝখানে এনে সংগঠনের কাজে মনোনিবেশ করাতে চাইছে।

শুধু তাই নয়, তথাগত রায় কট্টর তৃণমূল বিরোধী হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা পরায়ন মানা ব্যক্তি হওয়ার সুবাদে তিনি তৃণমূল বিরোধিতায় আরও বেশি করে সুর চড়াতে পারবেন। তাই তাকে সামনে এনে এখন বিজেপি নেতৃত্ব এবং সংঘ শিবির সমস্ত দিককে একসাথে পরিচালনা করতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংঘ শিবির দ্বন্দ্ব কমানোর ক্ষেত্রে তথাগত রায়কে বাংলার সংগঠনের বাড়তি নজর দেওয়ার জন্য মনে করলেও, তথাগত বাবু সংগঠনে নাক গলালে বিজেপির অন্দরে দ্বন্দ্ব আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!