এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্রমশ ফিকে হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্যারিশমা? দুই তরুণ মুখের ভরসাতেই কয়েক যোজন এগিয়ে বিরোধীরা?

ক্রমশ ফিকে হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্যারিশমা? দুই তরুণ মুখের ভরসাতেই কয়েক যোজন এগিয়ে বিরোধীরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে মাত্র আর কয়েকটা দিন, ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে জোরদার প্রচারে নেমে পড়েছে। কিন্তু এবারের বিহারের নির্বাচন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে যথেষ্ট কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই আসন রফা নিয়ে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে লোক জনশক্তি পার্টি দলের প্রধান চিরাগ পাসোয়ান। প্রতিমুহূর্তে নীতীশ কুমারকে বিদ্ধ করছেন তিনি কড়া আক্রমণে। অন্যদিকে তেজস্বী যাদব যেভাবে রাজনীতির ময়দানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন, তা কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে নীতীশ কুমারের কপালে।

এবং এত কিছুর মধ্যেই নীতীশ কুমারের অবসর গ্রহণের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিহারে। বিহার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে চিরাগ পাসোয়ান ইতিমধ্যেই ‘বিহার ফার্স্ট, বিহারী ফার্স্ট’ এর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বেশি সংখ্যক ভোটের ব্যবধানে জেতার জন্য কঠোর পরিশ্রম চলছে। অনেকেই মনে করছেন, দলিতদের একটি বড় অংশ এবার জেডিইউ ছেড়ে এলজেপির দিকে ঝুঁকতে চলেছে। অন্যদিকে লালুপ্রসাদের দল এবং নীতীশ কুমারের দলের চরম বিরোধ সামনে আসছে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। ইতিমধ্যেই তেজস্বী যাদবের বিরুদ্ধে পুলিশের বেশ কয়েকটি মামলার ঘটনা সামনে এসেছিল।

কিন্তু সেসবকে তোয়াক্কা না করে তেজস্বী যেভাবে বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছেন, তা লক্ষণীয়। আর তেজস্বী যাদব নীতীশ কুমারের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। বিহারে এনডিএর মুখ হলেন নীতীশ কুমার। এহেন নীতীশ কুমার এবারের নির্বাচনে পরাজিত হলে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেবেন বলেই মনে করা হচ্ছে। বর্তমানে নীতীশ কুমারের মনোনয়নের মেয়াদ 2024 সাল পর্যন্ত। তারপর কি হবে, তা সময় বলবে। অন্যদিকে প্রবল পরাক্রমশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নীতীশ কুমারের জনপ্রিয়তাও ক্রমশ তলানিতে এসে ঠেকেছে, আর তা এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেই টের পাওয়া যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রথম বিজেপির উপর নির্ভর করে বিহার বিধানসভা নির্বাচনী লড়াইতে নামছে নীতীশ কুমারের দল। অন্যদিকে এনডিএ জো্টের আরেকটি দল এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান ক্রমাগত নীতীশ কুমারের দলকে অর্থাৎ জেডিইউকে আক্রমণ করে চলেছেন। পাশাপাশি বিজেপির প্রশংসাও করে চলেছেন তিনি। বোঝাই যাচ্ছে, বিহারে এখন অন্য সমীকরণের খেলা চলছে। এককালে নীতীশ কুমার এই মোদির বিরোধিতা করেই এনডিএ জোট ছেড়েছিলেন। তারপর অনেক পরিবর্তন এসেছে। নীতীশ কুমার আবারও ধুকেছেন এনডিএ জোটে। কিন্তু বর্তমানে বিহারের আসন ফিরে পেতে নির্ভর করতে হচ্ছে নীতীশ কুমারকে মোদি ম্যাজিকের উপর।

আগামী বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী বিহারে বারোটি জনসভা করবেন এবং প্রত্যেকটিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন নীতীশ কুমার। বলাই বাহুল্য নীতীশ কুমারের চিন্তা এবার অন্য। 15 বছরের শাসনকালের নীতিশের জনপ্রিয়তা কিন্তু ক্রমশ তলানীতে এবং সাধারণ মানুষের মতামত থেকে তা কিন্তু স্পষ্ট। আর এবার যেভাবে লালুপুত্র থেকে শুরু করে রামবিলাস পুত্র তাঁকে কড়া আক্রমণের মুখে ফেলছে, তা যথেষ্ট অস্বস্তির। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কিন্তু বর্তমানে তাঁর কারিশমা হারিয়েছেন। আর এই তত্ব্বেই তিনি যে বহু যোজন পিছিয়ে পড়েছেন ইয়ং বিগ্রেড থেকে সে কথা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!