এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষকদের স্বস্তি না মিললেও ডিইএলইডি নিয়ে নয়া নির্দেশিকা জারি আদালতের

শিক্ষকদের স্বস্তি না মিললেও ডিইএলইডি নিয়ে নয়া নির্দেশিকা জারি আদালতের


রাজ্যের প্রাথমিক শিক্ষকদের এক বৃহদংশের অভিযোগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা NIOS কর্তৃপক্ষের অমানবিক ও অনৈতিক সিদ্ধান্তে, বর্তমানে রাজ্যের ১ লক্ষ ৬৯ হাজার প্রাথমিক, এস.এস.কে, এম.এস.কে ও বেসরকারী চাকুরীরত শিক্ষক-শিক্ষিকাদের জীবন-জীবিকা আজ বিপন্ন।

প্রসঙ্গত, গত ২০ ও ২১ শে ডিসেম্বর D.EL.ED পরীক্ষার ৫০৬ ও ৫০৭ পেপারের পরীক্ষা ২ টি প্রশ্নফাঁসের কারণে শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য বাতিল ঘোষণা করা হয়।

এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে মামলা করা হয়। যার শুনানি ছিল আজ। আর সেই শুনানি ঘিরেই রাজ্যের শিক্ষককুল আশার আলো দেখেছেন। কিন্তু এদিন শিক্ষকদের আশা ভঙ্গ করে আদালত জানিয়ে দিলো যে ৩ ফেব্রুয়ারি NIOS এর D.El.Ed পরীক্ষা হচ্ছে।

কিন্তু বাতিল করা হয়নি আগের পরীক্ষাটিকেও । জানা যাচ্ছে যে, কোনো প্রমাণ ছাড়া কীভাবে কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করল এদিন আদালতে এই প্রশ্ন উঠলে NIOS এর পক্ষের আইনজীবী এই বিষয়ে কোনো উপযুক্ত জবাব দিতে পারেন নি। ফলে আগের পরীক্ষাটিকে বাতিল ঘোষণা করেন নি বিচারক।

জানা যাচ্ছে আজ ১১ টা থেকে ২:৩০ পর্যন্ত টানা সাড়ে ৩ ঘন্টা সওয়াল হয় আদালতে। আর তার পর আজ রাজ‍্য সরকারের আইনজীবী ও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষের আইনজীবী NIOS এর বিরুদ্ধে জোর সওয়াল শুরু করেন। NIOS পক্ষের আইনজীবী তার কোনো উপযুক্ত জবাব দিতে না পারায় বিচারক

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী ১২ ফেব্রুয়ারি কোর্টে ও ১৫ ফেব্রুয়ারি রাজ‍্য সরকারের কাছে NIOS এর তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশ দেন।
এদিন আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, ২১ , ২২ ডিসেম্বরের পরীক্ষা তখনই বাতিল হবে যখন NIOS প্রমান দেবে যে আগের পরীক্ষার প্রশ্ন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ফাঁস হয়েছে অন্যথায় নয়। প্রমান না দিতে পারলে বৈধ হবে ২১,২২ ডিসেম্বরের গৃহীত পরীক্ষা এবং বাতিল হবে ৩ রা ফেব্রুয়ারির পরীক্ষা । এই নিয়ে আদালতে পরবর্তী শুনানি আগামী ১৮ ফেব্রুয়ারি ।

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ‍্য সম্পাদক মইদুল ইসলাম জানান যে, আজকে আদালতে যা হলো তাতে এটা পরিষ্কার যে যা হয়েছে তার সদুত্তর নেই NIOS কতৃপক্ষের কাছে। আর আমরা আশাবাদী যে NIOS কতৃপক্ষ কোনো মতেই প্রমান দিতে পারবে না। যার ফলে ২১,২২ ডিসেম্বরের গৃহীত পরীক্ষা বাতিল হবে না।

সাথেই এদিন তিনি জানান যে, আমরা অনেক চেষ্টা করেও যে ৩ রা ফেব্রুয়ারির পরীক্ষা আটকাতে পারলাম না তার জন্য দুঃখ পেলেও , থেমে থাকলে চলবে না। এর শেষ দেখে তবেই ছাড়বে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!