এখন পড়ছেন
হোম > রাজ্য > অবশেষে জটিলতা কাটিয়ে বদলি হওয়ার শিক্ষকদের জন্য বড়সড় সুখবর, জানুন বিস্তারিত

অবশেষে জটিলতা কাটিয়ে বদলি হওয়ার শিক্ষকদের জন্য বড়সড় সুখবর, জানুন বিস্তারিত

একই হয়তো বলে দীর্ঘসূত্রিতা। এক বছর আগেই যে সমস্যার সমাধান হয়ে যেত তা তা করতে সময় লেগে গেল প্রায় 365 টি দিন। কিন্তু কি সেই সমস্যা আর কেনই বা তাতে এত দেরি লাগলো?

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্কুলগুলিতে মূলত গ্রাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই তিন ধরনের শিক্ষক পদ ছিল। কিন্তু 2005 কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট অনুযায়ী কোনো স্কুলে অর্ধেক সংখ্যক গ্র্যাজুয়েট এবং বাকি অর্ধেক অনার্স বা পোস্ট গ্রাজুয়েট শিক্ষক থাকতে পারতেন। আর এই নিয়ম করা হয়েছিল যাতে পোস্ট গ্রাজুয়েট স্কেলের শিক্ষক সংখ্যা বৃদ্ধি না পায়। কিন্তু এর জেরে কোন শিক্ষক যদি নিচু ক্লাসের পড়ান তাহলে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে তিনি পিজিটি স্কেলই পেতেন। ফলে সরকারের ব্যয়ের বোঝা অনেকটাই বাড়ত।

এদিকে গত 2016 সালে এনসিটিইর রূপরেখা অনুযায়ী সরকারের পক্ষে অনার্স গ্যাজুয়েট বলে কোন পদ না রেখে পোস্ট গ্রাজুয়েট টিচার বা পিজিটি পোস্ট চালু করা হয়। আর এইখানেই তৈরি হয় জটিলতা‌। কেননা মাধ্যমিক বা তার নীচের স্তরে শিক্ষকদের কোন পিজিটি পোস্ট নেই। ফলে বেতন নিয়েও বিস্তর সমস্যা তৈরি হয়। আর এই ঘটনা নিয়ে বহু শিক্ষক ডিআই অফিসে দ্বারস্থ হয়েছিলেন।

জানা যায়, ডি আইদের তরফেও স্কুল শিক্ষা ডিরেক্টরের কাছে এই ব্যাপারে পরামর্শ চাওয়া হলে ডিরেক্টরেট তথা কমিশনারেট এই সংক্রান্ত সমস্যা মেটাতে শিক্ষা দপ্তরের পরামর্শ নিয়ে একটি চিঠি লেখে। আর এই চিঠিতে গত 2017 সালের এক্সপেন্ডিচার অ্যাক্টের পরিবর্তনের কথা উল্লেখ করে বলা হয়েছে, কর্মরত শিক্ষকরা এর আওতার বাইরে থাকবেন এটি শুধুমাত্র বলবৎ হবে নতুন নিয়োগের ক্ষেত্রে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি বদলি হওয়া শিক্ষকরা যেহেতু আগে থেকেই কর্মরত তাই পূর্বে যেমন বেতন তারা পাচ্ছিলেন ভবিষ্যতেও তেমন বেতনই তারা পাবেন। পাশাপাশি এই সংক্রান্ত যত ঘটনা রয়েছে সেই সমস্ত ফাইল ডিআইদেরকে ছেড়ে দেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে দপ্তরের মধ্যে সঠিক সমন্বয় থাকলে হয়ত এই ঘটনায় এত বিলম্ব  হতো না বলেই মত একাংশ আধিকারিকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!