এখন পড়ছেন
হোম > রাজ্য > বেতন বৃদ্ধি নিয়ে বড়সড় মিছিল রাজ্যের প্রাথমিক শিক্ষকদের, জেনে নিন বিস্তারিত

বেতন বৃদ্ধি নিয়ে বড়সড় মিছিল রাজ্যের প্রাথমিক শিক্ষকদের, জেনে নিন বিস্তারিত


প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ইউইউপিটিডব্লুএর নেতৃত্ত্বে রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিতে গতকাল ২৩শে নভেম্বর দুপুর ১.৩০ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হন প্রাথমিক শিক্ষকরা।

জানা যাচ্ছে এই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে এদিন প্রেস ক্লাবে সম্বর্ধনা দেওয়া হয় ১১২ জন শিক্ষক শিক্ষিকাদের যারা ৩০শে অক্টোবর শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর সময়ে পুলিশের হাতে নিগৃহীত হয়ে লালবাজারে লক আপে ছিলেন। এছাড়া প্রাথমিক শিক্ষকদের ধর্না, অবস্থানের সময়ে শিক্ষামন্ত্রীর শিক্ষকদের প্রতি উক্তির প্রতিবাদ জানানো হয় এবং সেখানে একটি সাংবাদিক বৈঠকও করে  শীর্ষ প্রতিনিধিরা ন্যায্য বেতনের দাবির পক্ষে প্রমাণিত কাগজপত্র সংবাদমাধ্যের সামনে তুলে ধরেন।

উস্থির সাধারণ সম্পাদক পৃথা বিশ্বাস বলেন, মন্ত্রী আমাদের বলেছেন, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে তিনি আমাদের বিষয়ে বলবেন। কিন্তু বেতন বৃদ্ধির কোনও প্রতিশ্রুতি আমরা পাইনি। আমরা বলেছি, পে-কমিশনের আগেই পে-রিভিউ সম্ভব এবং তা অতীতেও হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সাথেই তিনি জানান যে, এছাড়া আমাদের অন্য দাবিও রয়েছে। পথ অবরোধ করায় বহু শিক্ষক-শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের সবরকম মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি আমরা রেখেছি। স্কুলস্তরে ক্রীড়া প্রতিযোগিতার জন্য শিক্ষকদের থেকে চাঁদা তোলা হচ্ছে। এটা শুনে পার্থবাবু আশ্বাস দিয়েছিলেন, চাঁদা তোলা বন্ধ করতে তিনি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের নির্দেশ দেবেন। কিন্তু এদিনও একটি সার্কেলে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে শিক্ষকদের। তাই ঘোষিত কর্মসূচি থেকে আমরা সরে আসতে পারছি না।

জানা গেছে এদিন তাদের দাবি ছিল, কেন্দ্রীয় হারে বেতন দিতে হবে। সেটা সম্ভব না হলেও রাজ্য সরকারকে এঁদের বেতন বাড়াতেই হবে। কারণ, প্রাথমিক শিক্ষকরা এখনও মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন পেয়ে থাকেন। অথচ, ২০১২ সাল থেকে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই-র নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!