এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ইন্টান শিক্ষক নিয়োগ বন্ধ সমেত আরো অনেক দাবিতে এবার বড়সড় আন্দোলনে নামছে শিক্ষক সংগঠন

ইন্টান শিক্ষক নিয়োগ বন্ধ সমেত আরো অনেক দাবিতে এবার বড়সড় আন্দোলনে নামছে শিক্ষক সংগঠন


সুপ্রিম কোর্টের রায় প্রাপ্ত PTTI দের টালবাহানা না করে দ্রুত নিয়োগ এবং বাকি বঞ্চিত ২০০৫-০৬ ব্যাচ পযর্ন্ত PTTI দের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নিয়োগ করার দাবিতে আগামী ৩০জানুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন, প্রাথমিক শিক্ষা পষর্দ থেকে বিকাশ ভবন পযর্ন্ত মিছিল, ধর্নাঅবস্থান কর্মসূচি নিতে চলেছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড টিচার্স এসোসিয়েশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু এই নয় জানা যাচ্ছে যে , তাদের আরো দাবি যাওয়া আছে আর তা হলো HS ও TRAINED ক্যাটাগরীতে প্রাথমিকে বেতন কাঠামো গঠন করতে হবে। তাছাড়া ইন্টান শিক্ষক নিয়োগ বন্ধ করে বঞ্চিত PTTI, DELED, BED দের স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে।
এখন দেখার এর কি প্রভাব পড়তে চলেছে। যদিও আশাবাদী এই সংগঠন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!