এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষকদের গরমের ছুটি নিয়ে অবশেষে ধোঁয়াশা কাটালেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

শিক্ষকদের গরমের ছুটি নিয়ে অবশেষে ধোঁয়াশা কাটালেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি


গ্রীষ্মের তাপদাহে নাজেহাল অবস্থা মানুষের আর তাই এর থেকে স্কুল পড়ুয়াদের বাঁচাতে ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার স্কুল শিক্ষার্থীদের অতিরিক্ত গরমের ছুটির নির্দেশ দিয়ে সরকারী বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বিভ্রান্তি ছড়ালো। কারণ ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টানা ১১ দিন বিদ্যালয়গুলিতে পঠনপাঠন বন্ধ থাকবে।  বিদ্যালয় বন্ধ থাকবে এমন কথা কোথাওই বলা নেই। এদিন শিক্ষক শিক্ষিকাদের সমস্ত বিভ্রান্তির অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বললেন, “পড়ুয়াদের ছুটি রয়েছে। শিক্ষকদের নয়। প্রশাসনিক প্রয়োজনে তাদের স্কুলে আসতে হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সাথে নিজের বক্তব্যের সরলীকরণ করে শিক্ষামন্ত্রী বললেন, “যদি শিক্ষার কারিগররা ভাবেন বিশ্রাম নেবেন, সেটা খুবই দুঃখের।” অত্যাধিক দাবদহের কারণে রাজ্য সরকারের এই বিদ্যালয় শিক্ষার্থীদের অতিরিক্ত ছুটি দেওয়ার ঘটনায় রাজ্য জুড়েই কার্যত অসন্তুষ্ট শিক্ষক শিক্ষিকিরা তাঁদেরও ছুটির দাবিতে সরব হন। বিক্ষুদ্ধ শিক্ষক শিক্ষিকারা দাবি করেন তাঁদের কী গরমে কষ্ট হচ্ছেনা ? আর যেহেতু শিক্ষক শিক্ষিকাদের প্রধান কাজ শিক্ষার্থীদের পড়াশোনা শেখানোর কাজ করা তাই এক্ষেত্রে যদিও শিক্ষার্থীদেরই ছুটি থাকে তাহলে তাঁদের বিদ্যালয়ে  উপস্থিতির দরকার কী ?

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই সকল অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”প্রতি বছর গরমের ছুটির ক্ষেত্রে যে নিয়ম মেনে চলা হয়। এই বছরও সেই নিয়ম মেনে চলা হচ্ছে। ক্লাস সাসপেন্ড করা হয়েছে। স্কুল খোলাই থাকবে। কোনও পড়ুয়া যদি প্রয়োজনে স্কুলে আসতে চায়, সে আসতে পারবে।” জানা যাচ্ছে সোমবার সরকারের বিজ্ঞপ্তি প্রকাশের সময়েই সমস্ত বিষয়ে সঠিক ধারণা দিয়েই জানানো হয়। কিনতি তা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিভ্রান্তির সঞ্চার হয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!