নিয়মের গেরোয় চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন রাজ্যের সদ্যনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা বিশেষ খবর রাজ্য December 25, 2017 বিএড ছাড়া এনসিটির নিয়ম অনুযায়ী শিক্ষকতা করা যাবে না। চাকরি করতে গেলে বিএড আবশ্যিক। তার উপর বিএডর সাথে লাগবে গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশ নম্বর। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকার পদে নিযুক্তদের অনেকেরই তা নেই। ফলে চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। এই সমস্যার জন্য প্রায় ২২৬ জন শিক্ষক শিক্ষিকা শেষ পর্যন্ত উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন, আগামী ৫ জানুয়ারী তার শুনানি। ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় পাস করে নিয়োগপত্র পাওয়া কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাদের বিএড না থাকায় তাদের ২ বছর পর্যন্ত সময় দেওয়া হয় বিএড করবার জন্য। কিন্তু রাজ্যে পর্যাপ্ত কলেজ না থাকায় অনেকে বিএড করতে পারেননি। তার উপর স্নাতকস্তরে ৫০ শতাংশ নম্বর ছাড়া প্রশিক্ষণ সম্ভব হয়নি কিছু শিক্ষক শিক্ষিকাদের। এই সকল কারণে সৃষ্টি হয়েছে সমস্যা। একদিকে দেওয়া ২ বছর সময় অনেক আগেই পেরিয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী তারা আর ওই পদে বর্তমানে নিযুক্ত হবার সক্ষমতা হারিয়েছেন। এখন সংসদে পাশ হওয়া একটা বিল এব্যাপারে তাঁদের শেষ ভরসা বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -