এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনাআবহে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজে যোগ দেওয়া নিয়ে জারি সরকারি বিজ্ঞপ্তি! ক্ষোভ শিক্ষামহলে!

করোনাআবহে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজে যোগ দেওয়া নিয়ে জারি সরকারি বিজ্ঞপ্তি! ক্ষোভ শিক্ষামহলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ের ছুটি দেওয়া হয়েছে। শিক্ষক থেকে শিক্ষাকর্মী, সকলেই বাড়িতে রয়েছেন। বন্ধ স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে কবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে, তা কেউ জানে না। কারণ দিনকে দিন করোনা ভাইরাসের দাপট বাড়তে শুরু করেছে। তবে এবার ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সামনেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তাই এই ভর্তি প্রক্রিয়ার সময় সমস্ত শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। কিন্তু যখন করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তখন এভাবে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন কি করে, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, এক্ষেত্রে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে একদিনে সকলে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। মূলত, প্রধান শিক্ষকরা একটি হাজিরার রোস্টার করবেন। আর তার ভিত্তিতেই প্রতিদিন 50 শতাংশ করে শিক্ষক এবং শিক্ষাকর্মী স্কুলে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, পয়লা আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে চলবে। আগামী 31 আগস্ট পর্যন্ত ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। তাই এই মাস থেকেই শিক্ষকদের স্কুলে যাওয়ার ব্যাপারে নয়া নির্দেশ আসতে চলেছে।

একাংশ বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যেমন বাড়িতে বসে অবসাদ গ্রাস করেছে শিক্ষক-শিক্ষিকাদের, ঠিক তেমনই ছাত্রছাত্রীদের পড়াশোনা শিকেয় উঠেছে। সেদিক থেকে করোনা ভাইরাসকে সঙ্গে নিয়ে যখন ভবিষ্যৎ পথ চলতে হবে, তখন ধীরে ধীরে স্কুল খোলার ব্যাপারে জোর দিতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। আর যেহেতু ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের দিক এক্ষেত্রে জড়িত রয়েছে, তাই সে দিকটি মাথায় রেখে এবার শর্তসাপেক্ষে 50% শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে হাজির করানোর ওপর জোর দেওয়া হচ্ছে। তবে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সমাধান করতে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হলেও, কবে তা লাগু হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!