এখন পড়ছেন
হোম > রাজ্য > মেরুদন্ড সোজা রাখার লড়াইয়ে এবার শিক্ষাঙ্গনে বন্দুকের জবাব নিতে সোচ্চার তীব্রতর প্রতিবাদ-আন্দোলনে শিক্ষকরা

মেরুদন্ড সোজা রাখার লড়াইয়ে এবার শিক্ষাঙ্গনে বন্দুকের জবাব নিতে সোচ্চার তীব্রতর প্রতিবাদ-আন্দোলনে শিক্ষকরা


রাজ্য জুড়ে শিক্ষাঙ্গনেও শিক্ষকদের উপর যেভাবে দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটছে তার প্রতিবাদ জানিয়ে ফের বড়সড় আন্দোলনে নামছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান।

দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে এই প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান। বলা যায় এক কথায় রাজ্য সরকারের ঘুম ছুটিয়েছে এই সংগঠন। আর এখনো সেই লড়াই অব্যাহত।

গত শনিবার নদিয়ার গয়েশপুরে উস্থির একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা নেত্রী সমেত বহু শিক্ষক শিক্ষিকা। আর সেখানেই তাদেরকে আটকাতে কয়েকজন বন্দুকধারী দুষ্কৃতী শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ চালায়। শিক্ষকদেরকে লাঠি দিয়ে মারধরের পাশাপাশি বন্ধুকের বাঁট দিয়েও মাথায় মারা হয়। বাদ যাননি শিক্ষিকারাও। হামলা চালানো হয় তাদের উপরও। সাথেই অশ্লীল বাক্য প্রয়োগ করে ধম্কানো ও ভয় দেখানো হয় বলে অভিযোগ।
জানা যাচ্ছে দুষ্কৃতীদের বক্তব্য ছিল, ‘মাস্টার যখন তখন সেই কাজ করো, ছেলে পড়াও, এইসব আন্দোলন বন্ধ কর। নাহলে জানে মেরে দেব”।

আন্দোলন বন্ধ না হলে তারা যে কতদূর যেতে পারে তার ছোট্ট একটা নমুনা দেখানোর জন্য কয়েকজন শিক্ষককে অপহরণ করে তাদের বেধড়ক মারধর করে কল্যাণী হাইওয়েতে ফেলে দেওয়া হয়। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করা হয় সংগঠনের তরফ থেকে বলেও জানা গেছে।

যদিও এই ঘটনার পরে পুলিশের কাছে গিয়ে সাহায্য প্রার্থনার পাশাপাশি দুষ্কৃতীদের শাস্তি দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে। কিন্তু সেখানেও পুলিশ কোনো ব্যাবস্থা নেননি বলে অভিযোগ। আর তাই আগামী শনিবার (22/12/2018 ) দুপুর ১২ টায় কল্যাণী সীমান্ত স্টেশনে জমায়েত করে UUPTWA-র রাজ্য কমিটির ডাকে কল্যাণী এসডিপিও অফিসে দোষীদের শাস্তি ও আক্রান্ত শিক্ষকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিন এই নিয়ে বিস্তারিত জানতে UUPTWA-র নদিয়ার জেলা সম্পাদক শাশ্বত ঘোষের সাথে প্রিয় বন্ধু মিডিয়ার তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান যে, “রাজ্য জুড়ে শিক্ষকদের উপর যে বর্বরোচিত আচরণ করা হচ্ছে তার প্রতিবাদে এই ডেপুটেশন। আর বার বার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, দুষ্কৃতীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোনো আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়নি ,আমরা শিক্ষকরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি, আজ সকালে উত্তরবঙ্গের কোচবিহার জেলার গীতালদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানোর ঘটনায়  জখম হলেন দুই শিক্ষক সহ তিন। কেন  বার  বার এমন ভাবে শিক্ষকরা আক্রান্ত হবে? এইসব কিছুর প্রতিবাদে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি। এই যে শনিবার আমাদের উপর ঐভাবে হামলা করা হলো, বন্ধুকের বাঁট দিয়ে মারা হলো,অপহরণ করে বেধড়ক মারা হলো,মহিলাদের সম্মান করা হলো না কেন? আমাদের দোষটা কি? মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে চাইছি তাই ?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পরেই ক্ষোভ উগরে দিয়ে বলেন যে, ” ক টাকা পাই আমরা? আরাম কিংবা বিলাসিতা নয়, বিশ্বাস করুন একটু ভালো
থাকার জন্য,নিজেদের পরিবারের মানুষদেরকে একটু ভালো রাখার জন্য- যেটুকু নূন্যতম টাকার দরকার হয় তাও পাইনা আমরা , আর তাই নিজেদের অধিকারের পাওনা চাইছি তাই মুখ বন্ধ করতে এই হামলা? কিন্তু সরকার এই ভাবে মুখ বন্ধ করতে পারবে না। আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়বো।আর তাই সমস্ত শিক্ষকদের কাছে আমাদের আবেদন যে আপনারাও আমাদের সাথে এই কর্মসূচিতে যোগ দিন। এই অন্যায়ের প্রতিবাদ করুন।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!