এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাষ্ট্রে সাফল্যের পর পিকের টিম সমীক্ষা করতে এল বাংলায়, জেনে নিন বিস্তারিত!

মহারাষ্ট্রে সাফল্যের পর পিকের টিম সমীক্ষা করতে এল বাংলায়, জেনে নিন বিস্তারিত!


 

লোকসভা নির্বাচনে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় দলের রণনীতিকার হিসেবে নিয়োগ করেছিলেন প্রশান্ত কিশোরকে। আর তৃণমূলের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই দলকে শৃংখলায় বেঁধে একের পর এক নির্বাচনে তৃণমূলকে যাতে সাফল্য দেখানো যায়, তার চেষ্টা করেছিলেন ভোটগুরু।

ইতিমধ্যেই তার সেই চেষ্টাতে সাফল্যও এসেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল সমীক্ষা চালিয়ে দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছাকাছি পৌঁছে গেছে। যার জেরে সদ্য সমাপ্ত রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে ফুটে গিয়েছে ঘাসফুল। আর এবার মহারাষ্ট্র নির্বাচনে শিবসেনা হয়ে কাজ করার প্রশান্ত কিশোরের টিমের 12 জন সদস্য এই রাজ্যে এল জনমত যাচাই করতে।

সূত্রের খবর, দক্ষিণ ভারতের দুজন মহিলার নেতৃত্বে তৈরি হওয়া এই টিম ইতিমধ্যেই শিলিগুড়ি শহর জুড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে শুরু করেছে। ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে শুরু করে ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি প্রতিটি বিধানসভা ধরে ধরে তারা তাদের কাজ চালাচ্ছে। অর্থ্যাৎ, তৃণমূলের নেতাদের ভাবমূর্তি সহ বিভিন্ন ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নিচ্ছেন এই প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, 2021 এ বিধানসভা নির্বাচন হলেও তার আগে দুই হাজার কুড়ি সালেই যে শিলিগুড়ি পৌরসভার নির্বাচন হবে, তা বুঝতে বাকি নেই কোনো রাজনৈতিক দলেরই। ইতিমধ্যেই প্রায় প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ আঙ্গিকে প্রস্তুতি নিতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার সেই শিলিগুড়িতে তৃণমূলকে আরও চাঙ্গা করতে বাসিন্দাদের তৃণমূল সম্পর্কে কি অভাব, অভিযোগ রয়েছে, তা জেনে নিতে চাইছে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা।

তাই খারাপ দিকটি পিকের টিম জেনে নিয়ে সেই দিকটিকে মেরামত করতে তৃণমূলের কাছে তারা প্রস্তাব পাঠাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন এই প্রসঙ্গে উত্তরবঙ্গ তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “প্রশান্ত কিশোরের টিম শিলিগুড়ি সহ পাঁচটি বিধানসভায় কাজ শুরু করেছেন। ওরা নিজেদের মত কাজ করছেন। একদফায় আমার সঙ্গে কথা বলে গিয়েছেন।

এর থেকে বেশি কিছু বলতে পারছি না।” আর গৌতম দেবের এই কথা থেকেই স্পষ্ট যে, প্রশান্ত কিশোর এবং তার টিমের সদস্যরা ভেতরের কথা বাইরে কাউকে বুঝতে দিতে নারাজ। আর তাইতো তৃণমূলের নেতা- মন্ত্রীরা সেইভাবে এখন সংবাদমাধ্যমের সামনে দলের এই আভ্যন্তরীণ বিষয়ে কোনোরুপ মুখ খুলছেন না। কিন্তু মুখ না খুললেও প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের তৃণমূলের ভাবমূর্তি ফেরানোর পদক্ষেপ তৃণমূলকে কতটা শক্তিশালী করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!