এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মহিলাদের জড়িয়ে টীম পিকেকে নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রভাবশালী বিজেপি নেতার! শোরগোল রাজ্য জুড়ে!

মহিলাদের জড়িয়ে টীম পিকেকে নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রভাবশালী বিজেপি নেতার! শোরগোল রাজ্য জুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূলের রাজনৈতিক রননীতিকারের দায়িত্ব পান প্রশান্ত কিশোর। লোকসভায় বিজেপি 18 টি আসন পেলেও প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর নানা কর্মসূচির মধ্য দিয়ে ঘাসফুল শিবিরের ভাবমূর্তি মানুষের কাছে উপস্থাপিত করার চেষ্টা করেন। সেই মত করে এখন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নানা পরিকল্পনা সাজাচ্ছে প্রশান্ত কিশোরের টিম। এমতাবস্তায় এবার সেই প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা আনলেন বিস্ফোরক অভিযোগ। যেখানে দলের নেতাকর্মীদের কোনো মহিলার ফোন পেলেই সচেতন হওয়ার নির্দেশ দিতে দেখা গেল তাকে।

কিন্তু হঠাৎ কেন এই নির্দেশ দিলেন বিজেপি সভাপতি? সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে “জেলার সক্রিয় কর্মী” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা দেন জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। যেখানে তিনি লেখেন, “আগামী দিনে যারা বিজেপির দায়িত্বে রয়েছেন এবং যারা ভালো নেতা রয়েছেন তাদের ফাঁসানোর জন্য তৃণমূলের পিকের টিম একটি মহিলা বাহিনী তৈরি করছে। কোনো এক মহিলা মধুর স্বরে দলের কার্য কর্তাদের ফোন করতে পারেন।

যদি তাদের কার্যকর্তারা একটু জায়গা দেয়, তাহলে ধীরে ধীরে সেই মহিলা কার্যকর্তাকে আপত্তিকর নানা কথা বলবে এবং সেই কথা রেকর্ডিং করে কিছুদিন পর তা বাজারে ছেড়ে দেবে। এতে দলের কার্যকর্তাদের বদনাম হবে। অতএব আমি আপনাদের সাবধান করতে চাইছি, আসন্ন বিপদ থেকে নিজেদের রক্ষা করবেন। কিছু নাড় কোনো অচেনা মহিলার ফোন এলে সাবধান হয়ে যাবেন।” আর গঙ্গাপ্রসাদবাবুর দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তাকে কেন্দ্র করে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে। অনেকে বলছেন, বর্তমানে বিজেপির নানা নেতার বিরুদ্ধে মহিলা ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, সম্প্রতি আলিপুরদুয়ার জেলার বিজেপি যুব নেতার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে যদি দলের নেতাদের বিরুদ্ধে মহিলা ঘনিষ্ঠতার মত বিস্ফোরক অভিযোগ ওঠে, তাহলে তৃণমূল সেটাকে হাতিয়ার করে ময়দানে নামবে, এটাই স্বাভাবিক। তাই এই পরিস্থিতিতে দলের অস্বস্তি যাতে না বাড়ে, তার জন্য এবার অচেনা মহিলার ফোন এলে সকলকে সচেতন হওয়ার নির্দেশ দিলেন জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

তবে গঙ্গাপ্রসাদবাবু কর্মীদের সচেতন হওয়ার নির্দেশ দিলেও, তিনি গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তৃণমূলের প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে কেন তুললেন, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তাহলে কি তিনি নিশ্চিত যে, তৃণমূলের প্রশান্ত কিশোর টিমই এই ধরনের চক্রান্ত করছে! আর তার ফলেই বিজেপি নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে?

এদিন এই প্রসঙ্গে গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “একটি সূত্রে খবর পেয়েছি যে টিম পিকের থেকে একটি চক্রান্ত হচ্ছে। সেজন্য দলের নেতাকর্মীদের সাবধান করে আমি নিজেই এটা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছি। কারণ অনেক তথ্য সংগ্রহের নামে কলেজ ছাত্রী বা অন্য কোনো পরিচয় দিয়ে আমাদের নেতাকর্মীদের ফোন করা হচ্ছে।” যদিও বা বিজেপির তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের পক্ষ থেকে পাল্টা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “এই ধরনের দুষ্টুবুদ্ধি বিজেপির লোকেদের মাথায় থাকতে পারে। পিকের টিমের এত সময় নেই যে, বিজেপিকে নিয়ে এভাবে ভাববে। বিজেপি নেতারা হয়ত এমন কাজ করে থাকেন বলেই তাদের মাথায় এসব আসছে।” তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এবার যদি তৃণমূলের পক্ষ থেকে পাল্টা এই ঘটনাকে প্রমাণ করার জন্য বিজেপি নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, হয় তাহলে কি গঙ্গাপ্রসাদ বাবু সত্যি পিকের টিমের বিরুদ্ধে ওঠা এই চক্রান্তের অভিযোগ প্রমাণ করতে পারবেন? নাকি নিজেদের দলের নেতারা একের পর এক মহিলা ঘটিত ঘটনায় ফেঁসে যাচ্ছেন জেনেই এবার চাপে পড়ে প্রশান্ত কিশোরের টিমের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করলেন গঙ্গাপ্রসাদবাবু! প্রশ্নটা তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!