এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > মাটি উৎসব “মাটি” হতেই বর্ধমানে বাতিল কোটি কোটি টাকার টেন্ডার – জানুন বিস্তারিত

মাটি উৎসব “মাটি” হতেই বর্ধমানে বাতিল কোটি কোটি টাকার টেন্ডার – জানুন বিস্তারিত


২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় প্রতিবারই বর্ধমানে মাটি উৎসবের আয়োজন করা হয়। সারা রাজ্যের মধ্যে কেন্দ্রীয়ভাবে বর্ধমানেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই অনুষ্ঠান পালন করায় একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা যায় সেখানে। আর প্রতিবার কেন্দ্রীয়ভাবে বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মাটি উৎসব হলেও এবার রাজ্যের প্রতি জেলায় সেই মাটি উৎসব করার ঘোষণা করল সরকার। আর এতেই মাথায় হাত পড়েছে বর্ধমানের প্রশাসনের আধিকারিকদের।

জানা গেছে, প্রতিবারের মতো এবারও বর্ধমানের সাধনপুরে কৃষিফার্মের মাটিমঞ্চ প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে মাটি উৎসব হবে এই কথা ধরে নিয়ে সমস্তরকম পরিকল্পনা করেছিল বর্ধমান জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। এই ব্যাপারে কোথায় কোন স্টল হবে এবং ঠিক কতগুলো টেন্ডার ডাকা হবে সেই নিয়েও সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। এমনকি টেন্ডার ডাকার কাজও অনেক ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গিয়েছিল বলে খবর। কিন্তু হঠাৎই গত বুধবার রাজ্য সরকারের তরফে বর্ধমান জেলা প্রশাসনকে জানিয়ে দেয়া হয় যে, এবার রাজ্যের প্রতিটি জেলাতেই এই মাটি উৎসব পালন করবে সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মুখ্যমন্ত্রী এবারের মাটি উৎসবে হুগলি জেলার অনুষ্ঠানে যোগ দেবেন। আর এতেই মাথায় হাত পড়ে বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের মাথায়। কেননা ইতিমধ্যেই এই মাটি উৎসবের জন্য তাঁরা টেন্ডার ডেকে ফেলেছে। ফলে সেই সমস্ত কিছুর কী হবে তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। সূত্রের খবর, টেন্ডার ডাকা হয়ে গেলেও ঠিক কিভাবে সেটাকে এখন বাতিল করার দিকে এগোনো যাবে! তা নিয়ে বৃহস্পতিবারই পূর্ত দপ্তরের বর্ধমান ডিভিশন-১-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভজন সরকার এবং কৃষি দপ্তরের জেলা উপ অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায় বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করতে যান।

আর সেখানেই জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব তাঁদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, “টেন্ডার হলেও এখনও পর্যন্ত ওয়ার্ক অডার হয়নি। তাই সে ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া বাতিল করতে কোনো সমস্যা হবে না।” তবে টেন্ডার নিয়ে কিছুটা সমস্যা মেটার কথা জেলা শাসকের গলায় শোনা গেলেও ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া মাটি উৎসব কেন্দ্রীয়ভাবে বর্ধমান জেলায় হলেও এবার তা রাজ্যের সর্বত্রই হওয়ায় কিছুটা হতাশ হয়েছেন বর্ধমানের মানুষেরা। সবথেকে বড় কথা, কোটি কোটি টাকা খরচ করে প্রস্তুতির কোনও প্রয়োজন না থাকায় আগেভাগেই বিভিন্ন দপ্তরের টেন্ডার বাতিল করে দেওয়া হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!