এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিধায়ক সুজিত বসুর বিরুদ্ধে রামনবমী ‘হাইজ্যাকের’ অভিযোগ বিজেপির, সরগরম কালিন্দী

বিধায়ক সুজিত বসুর বিরুদ্ধে রামনবমী ‘হাইজ্যাকের’ অভিযোগ বিজেপির, সরগরম কালিন্দী


ফের রামনবমী নিয়ে কোন্দল বাঁধলো বিজেপি তৃণমূলে।রামনবমী উদযাপন সমিতির পুজো হাইজ্যাক ও বিজেপিকে রামনবমী করতে বাধা দেবার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক সুজিত বসুর বিরুদ্ধে। আর এই অভিযোগ করলেন বিজেপি-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়।এদিন রাজু বন্দ্যোপাধ্যায় জানান, ”গত বছর কালিন্দীর যে জায়গাতে রামনবমীর পুজো করা হয়েছিল, এ বছরও ওই জায়গাতেই আমরা পুজো করার অনুমতি পুলিশের থেকে পেয়েছিলাম। পরে গিয়ে দেখা গেল, ওই জায়গায় অন্য আরও একটি প্যান্ডেল হয়েছে। জানা গিয়েছে, বিধায়ক সুজিত বসু ওই জায়গা দখল করে রামনবমী করছেন।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পাশাপাশি তিনি আরো বলেন যে,“গতবছর আমরা কালিন্দিতে পুজোর জন্য আদালত থেকে অনুমতি পেয়েছিলাম। এবছর অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। দমকল, এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র সবার অনুমিত নেওয়া হয়েছে। কিন্তু, অবাক করার মতো বিষয় হল, কালিন্দির সেই জায়গায় একটা প্যান্ডেল গজিয়ে উঠেছে। পুলিশ আমাদের সাজেশন দিচ্ছে, ওখানে একসঙ্গে পুজো করতে। আমাদের কাছে খবর আছে স্থানীয় বিধায়ক সুজিত বসু এই পুজো করছেন।” এদিকে সব অভিযোগ উড়িয়ে বিধাননগরের বিধায়ক সুজিত বসু-র দাবি, “বিজেপি-র লোক ক’জন? যারা ছিল তারাও পালিয়েছে। ওটা আমার পুজো নয়? ব্যবসায়ীরা পুজো করছে। রামনবমীর দিন আমি ওখানে যাব।” রাজু বান্ধোপাধ্যায় আরো জানান যে , ”একসঙ্গে রামনবমী পালন করতে আমাদের কোনও অসুবিধা নেই। গত বছর পর্যন্ত তো ওদের (তৃণমূল কংগ্রেসের) মুখে রামের নাম ছিল না। এখন ভূতের মুখে রাম নাম শুনছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!