এখন পড়ছেন
হোম > অন্যান্য > অস্ট্রেলীয় দুর্গ ব্রিসবেনে খেলা শুরুর আগেই সংকটে ভারত। জানুন বিস্তারিত

অস্ট্রেলীয় দুর্গ ব্রিসবেনে খেলা শুরুর আগেই সংকটে ভারত। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্টের পর দল থেকে চোটের কারণে বাদ পড়লেন ভারতের একাধিক খেলোয়াড়। মাঠে এবং মাঠের বাইরে সিডনি টেস্ট ঘিরে কেবলই টানটান উত্তেজনা। প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে কোহলি বিহীন ভারতীয় দল। রাহানের দুর্দান্ত ব্যাটিং এবং তার অধিনায়কত্বের ওপর ভিত্তি করে ভারত সিরিজের সমতা ফিরিয়েছে।

তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪০৭ রানের টার্গেট মাথায় নিয়ে, ভারতীয় ব্যাটসম্যানরা যুদ্ধ করে। হনুমান বিহারী এবং আশ্বিনের ধৈর্য এবং দক্ষতার পরিচয় দিয়ে নিশ্চিত হারের মুখ থেকে ফিরিয়ে আনে ভারতকে। ভারতীয় টেস্ট দলের অন্যতম অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা এই সিরিজে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির অলরাউন্ডার রাঙ্কিং এ ইতিমধ্যেই একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে। কিন্তু আজ থেকে ব্রিসবেনে শুরু সিরিজের চতুর্থ টেস্টে চোটের কারণে জাদেজা দল থেকে বাদ পড়ল।

সিডনির তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট করার সময় বাম হাতের বুড়ো আঙুলে চোট পায় জাদেজা। এরপর চতুর্থ দিনে বলও করতে পারেনি। পরবর্তীকালে জানা যায় বুড়ো আঙ্গুলে চোটের ফলে আঙ্গুল ডিসলোকেটেড হয়েছে। তাই রবীন্দ্র জাদেজা এই চোটের জন্য চতুর্থ টেস্টে খেলতে পারবেনা বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃতীয় টেস্টের ভারতের অন্যতম নায়ক হনুমা ভিহারিও দল থেকে ছিটকে গেলেন চোটের কারণে। সিডনি টেস্টের পঞ্চম দিনে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পায় হানুমা ভিহারি। চোটের কারণে ভিহারি খেলতে পারবে না চতুর্থ টেস্ট। তবে বিসিসিআই সূত্রে জানানো হয়েছে এই চোটের কারণে প্রায় চার সপ্তাহ হনুমান খেলতে পারবে না। ফলে সম্ভবত ভারতে আয়োজিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও তাকে দেখা যাবে না বলেই মনে হচ্ছে।

এদিকে, আঘাতের কারণে তৃতীয় টেস্টের আগেই ইতিমধ্যেই দল থেকে বাদ পড়েছেন উমেশ যাদব। এবারে চতুর্থ টেস্টে দলে নেই ভারতের দুরন্ত ফাস্ট বোলার জাসপৃত বুমরহ্। পেটে চোটের কারণে চতুর্থ টেস্টে খেলছে না বুমরহ্। গত ম্যাচের অন্যতম নায়ক আশ্বিন ও খেলছে না এই টেস্টে। ফলত ভারতের বোলিং অ্যাটাক অনেকটাই দুর্বল হয়ে পড়বে। বেশ কিছু নতুন মুখ গত ম্যাচের আরেক নায়ক হানুমা ভিহারি পরিবর্তে দলে যোগ দিয়েছে।

মায়ানক আগারওয়াল, জাদেজা, অশ্বিন, বুমরার পরিবর্তে দলে এসেছে শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, টি নতারাজান। বলাই বাহুল্য ভারতীয় বোলিং কিছুটা হলেও দুর্বল এবং অনভিজ্ঞ মনে হচ্ছে ব্রিসবেনের চতুর্থ টেস্ট। ১৯৮৮ এর নভেম্বর মাসের পর থেকে অস্ট্রেলিয়া ব্রিসবেনে কোনো টেস্ট ম্যাচ হারেনি। টানা ৩২ বছরে, অস্ট্রেলিয়া ব্রিসবেনে ৩২ বছরে ২৪ টি টেস্ট জিতেছে এবং ৭ টি টেস্ট ড্র করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে এটা বলাই বাহুল্য যে অস্ট্রেলীয় দুর্গে বেশ সংকটে রয়েছে ভারত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!