এখন পড়ছেন
হোম > জাতীয় > টেস্ট কম হচ্ছে! ভার্চুয়াল ভিডিও বৈঠকে মমতাদের “72 ঘণ্টার” কড়া দাওয়াই দিলেন মোদী!

টেস্ট কম হচ্ছে! ভার্চুয়াল ভিডিও বৈঠকে মমতাদের “72 ঘণ্টার” কড়া দাওয়াই দিলেন মোদী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতবর্ষের বেশকিছু রাজ্যে বর্তমানে করোনা সংক্রমণের প্রভাব বাড়তে শুরু করেছে। যার মধ্যে রয়েছে বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গের মত রাজ্যগুলো। অনেকেই অভিযোগ করেছিলেন যে, এইসব রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সবথেকে বেশি কারণ এখানে সঠিকভাবে টেস্ট করা হচ্ছে না। স্বাভাবিক ভাবেই দেশের বেশকিছু রাজ্যে করোনা সংক্রমনের ঘটনা ক্রমশ বৃদ্ধি হতে থাকায় চিন্তা বাড়ছিল কেন্দ্রীয় সরকারের।

এই পরিস্থিতিতে যে দশটি রাজ্যে করোনার প্রভাব বাড়তে শুরু করেছে, সেই রাজ্য গুলোকে নিয়ে এদিন ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মঙ্গলবার বাংলা সহ বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী যেখানে করোনা তেজ বৃদ্ধির ব্যাপারে সকাল করতে দেখা যায় তাকে।

জানা যায়, এদিনের এই বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, বিহারের নীতীশ কুমার, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাট, পাঞ্জাব, তামিলনাডু এবং অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিনের এই বৈঠক থেকে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “72 ঘণ্টার ফর্মুলা মেনে কাজ করলেই কোভিডকে অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে। 72 ঘণ্টার মধ্যে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করে টেস্ট করতে পারলেই ফল মিলবে। বিজ্ঞানীরা এই মুহূর্তে 72 ঘণ্টার ফর্মুলাতে জোরদার কথা বলছেন।”

এদিকে কেন্দ্রের সঙ্গে প্রতিটি রাজ্যকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। করোনা মহামারী বিরুদ্ধে এভাবে আমাদের এই লড়াই জারি রাখতে হবে।” অর্থাৎ যে সমস্ত রাজ্যে করোনার প্রভাব বাড়তে শুরু করেছে, সেই সমস্ত রাজ্যে আরও বেশি করে টেস্ট করার কথা বলে কিভাবে করোনা মোকাবিলা করা সম্ভব হবে, তার পথ বাতলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর নির্দেশ মত রাজ্যগুলো কিভাবে করোনা পরিস্থিতিকে মোকাবিলা করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!