এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নমুনা সংগ্রহ হলেও হচ্ছে না পরীক্ষা! করোনা নিয়ে ক্রমশ আতঙ্ক বাড়ছে বাংলায়!

নমুনা সংগ্রহ হলেও হচ্ছে না পরীক্ষা! করোনা নিয়ে ক্রমশ আতঙ্ক বাড়ছে বাংলায়!


বাংলায় করোনা থাবা বসানোর পর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নমুনা পরীক্ষার থেকে সেরা হিসেবে গণ্য হয়। বাংলায় করোনা সংক্রমণের পর উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। জানা গেছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা থেকে ভিআরডিএলে দিনপ্রতি কয়েক হাজার নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে পৌঁছায়।

সেখান থেকে নমুনা পরিষ্কার রিপোর্ট তৈরি করার পর ফের জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগতই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে জানা গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করা থেকে শুরু করে রিপোর্ট পৌঁছানো পর্যন্ত এই বিস্তর কাজ করার জন্য মাত্র কুড়ি জন কর্মী সক্রিয় রয়েছে। কার্যত নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষার কাজ বাকি পড়ে থাকছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এমনটাই সূত্রের খবর।

তবে জানা গেছে জমে থাকা এই সংগৃহীত নমুনা গুলি সম্পূর্ণভাবে পরীক্ষা করে রিপোর্ট না পাঠানো পর্যন্ত নতুন করে নমুনা সংগ্রহের ক্ষেত্রে কিছুটা মন্থরতা পালন করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে নমুনা পরীক্ষার কাজ দ্রুত করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অটো আরএনএ এক্সট্রাক্টর মেশিন এবং একটি আরটি পিসিআর মেশিন বসানো হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ইতিমধ্যেই একটি অটো আরএনএ এক্সট্রাক্টর মেশিন রয়েছে।

জানা গেছে ওএসডির দাবি অনুযায়ী এরপর নতুন করে আরো একটি মেশিন বসানো হলে প্রাথমিকভাবেনমুনা পরীক্ষা দেড়হাজার করে হলেও পরবর্তী ক্ষেত্রে তা বেড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার হতে পারে। অটো আরএনএ এক্সট্রাক্টর মেশিনের সাহায্যে নমুনা থেকে আরএনএ-কে আলাদা করে করণা সংক্রমণ পরীক্ষা করা হয় এমনটাই জানা গেছে। অন্যদিকে সূত্রের খবর কোচবিহার মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ ইতিমধ্যেই আরটি পিসিআর মেশিন বসানোর কথা জানিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য হসপিটাল গুলিতে ট্রু ন্যাট মেশিন বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। উত্তরবঙ্গের করোনা মোকাবিলায় নিযুক্ত ওএসডি ডঃ সুশান্ত রায় এদিন জানিয়েছেন ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নতুন করে আরো একটি অটো আরএনএ এক্সট্রাক্টর মেশিন বসানো হচ্ছে। জেলার অন্যান্য মেডিকেল কলেজ গুলিতেও আরটি পিসিআর এবং ট্রু ন্যাট মেশিন বসানো হচ্ছে। সূত্রের খবর জলপাইগুড়ি হসপিটালে ইতিমধ্যেই ট্রু ন্যাট মেশিনে নমুনা পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে।

মালদহ মেডিকেল কলেজে আরটি পিসিআর মেশিন আগে থেকেই ছিল। করোনা সংক্রমণ বৃত্তি পাওয়ার পর নতুন করে মালদা মেডিকেল কলেজে আরো একটি আরটি পিসিআর মেশিন বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় একটি ট্রু ন্যাট মেশিন বসানো হয়েছে। এছাড়াও রায়গঞ্জ মেডিকেল কলেজে আরটি পিসিআর মেশিন বসানো হবে বলে জানা গেছে।

অন্যদিকে দুই দিনাজপুরেও ট্রু ন্যাট মেশিন বসানোর কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। বর্তমানে উত্তরবঙ্গে করে‌ ২৫০০ করে নমুনা পরীক্ষা করা হয়। জানা গেছে এদিন ডক্টর সুশান্ত রায় উত্তরবঙ্গ বাসীকে আশার আলো দেখিয়ে বলেছেন, মেশিন বসানো প্রক্রিয়া সময়ের মধ্যে ঠিকঠাক ভাবে চললে আগামী এক মাসের মধ্যে উত্তরবঙ্গে প্রতিদিন গড়ে ১০০০০ করে করোনা নমুনা পরীক্ষা সম্ভবপর হবে।

সমগ্র প্রক্রিয়াটি সঠিকভাবে চালু না হওয়া পর্যন্ত বকেয়া থেকে যাচ্ছে উত্তরবঙ্গের সংগৃহীত নমুনাগুলি। জানা গেছে এরই মধ্যে পশ্চিমবঙ্গ পর্যটন মন্ত্রী গৌতম দেব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্মীদের সংবর্ধনা দিতে এলাকায় পৌঁছেছিলেন। সূত্রের খবর এদিন তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্মীদের উদ্দেশ্যে যথেষ্ট প্রশংসা জ্ঞাপন করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!