টেটে দুর্নীতির পরিধি বিস্তর ! চাকরি হারাতে পারেন বিপুলসংখ্যক শিক্ষক ! রাজ্য June 19, 2022June 19, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি ২০১৪ সালের প্রাইমারি টেট কে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি যেখানে বহুবার এর আগেও এই ২০১৪ সালের টেট-কে কেন্দ্র করে বিতর্কিত হয়েছিল শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার প্রসঙ্গ টেনে। মূলত ২০১৪ সালে প্রাইমারির নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় এক বছরের মাথায় প্রাথমিক টেট অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ হয়েছিল ২০১৬ অক্টোবর। যার পরেই দেখা যায় মেধাতালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, যদিও পরর্তীতে আবারো ২০১৭ সালে বেশ কেয়ক হাজার শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ , কিন্তু অভিযোগ অভিযোগ ওঠে এই নিয়োগে অনেকে রয়েছে এমন যাদের কোন নথিপত্র নেই বা পরীক্ষা উত্তীর্ণ হয়নি এমন ক্যান্ডিডেট । ইতিমধ্যেই রাজ্যে এই প্রাইমারিতে ২৬৯ জনেরও অধিক শিক্ষকের চাকরি চলে গিয়েছে । আর এই পরিস্থিতিতে এদিন প্রাথমিক শিক্ষক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হবে এনিয়ে বিচারপতির মন্তব্য তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এবং পর্ষদের রিপোর্ট দেখেছেন। এতে নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট থেকে স্পষ্ট। জানা যাচ্ছে যে এই ভাবে বেআইনি ভাবে দ্বিতীয় প্যানেল প্রকাশ করার উদ্দেশ্য ছিল অতিরিক্ত প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া যার ফলে বেনিয়ম ভাবে নিয়গের অভিযোগ উঠে আসতেই ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি। এরপরেই আদালতের তত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত । সূত্রের দাবি ২০১৪ সালের টেটে প্রায় ৪২ হাজার মত নিয়োগপত্র তুলে দেয়া হয়েছিল তার মধ্যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়েছে বিপুল টাকার বিনিময়ে যার ফলে ওয়াকিবহলের ধারণা প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে দুর্নীতির জালের পরিধি বিস্তর । তবে এই দুর্নীতিতে শুধুমাত্র পর্ষদ অধিকারী যুক্ত রয়েছেন এমনটাই নয় এর সঙ্গে রাজ্যের হেভিওয়েট প্রভাবশালী ব্যক্তি রয়েছেন বলে মনে করছেন । তবে যেভাবে দুর্নীতির খবর একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছে তাতে আগামী দিনে যে বিপুল সংখ্যক শিক্ষক আবারো চাকরি হারাতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে ২০১৪ টেট কে কেন্দ্র করে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর সকলের । আপনার মতামত জানান -