এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > টেট কেলেঙ্কারিতেও শুভেন্দুর নিশানায় ‘তোলাবাজ ভাইপো’! এবার বস্তা বস্তা টাকার বিস্ফোরক অভিযোগ

টেট কেলেঙ্কারিতেও শুভেন্দুর নিশানায় ‘তোলাবাজ ভাইপো’! এবার বস্তা বস্তা টাকার বিস্ফোরক অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের প্রতি ক্ষুব্ধ হয়েই তৃণমূলের সঙ্গে দুদশকেরও বেশি সময়ের সম্পর্ক ত্যাগ করেন শুভেন্দু অধিকারী। এরপর বিজেপিতে যোগদানের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তিনি কটাক্ষ করেছেন। ‘ তোলাবাজ ভাইপো হঠাও’ স্লোগান দিয়েছেন তিনি বহুবার। এবার সরাসরি নাম না নিয়েও তোলাবাজ ভাইপোর প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। গতকাল পুরুলিয়ায় বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দুজন চাকরির কন্টাকটার কলকাতায় বস্তা পৌঁছে দিয়েছিলেন, আর কলকাতা থেকে তোলাবাজ ভাইপোর কোম্পানি নিয়োগ করে পাঠিয়ে দিয়েছে পুরুলিয়ায়।

গতকাল রবিবার পুরুলিয়ার কাশীপুরের হাটতলায় সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে টেট-দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করে পুরুলিয়া শহরের গতকাল তৃণমূল একটি মিছিল করেছিল। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী শাসকদল তৃণমূলকেই টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত বলে নির্দেশ করলেন। তিনি জানালেন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের পতি ও পূর্ব মেদিনীপুরের মহম্মদপুরের প্রধান নামে দুজন ছিলেন চাকরির কন্ট্রাক্টার। যারা কলকাতায় টাকার বস্তা পৌঁছে দিয়েছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন ডিফেমেশনের কারণে এই দুজনের নাম নিতে চান না তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল পুরুলিয়া থেকে শুভেন্দু অধিকারী চাকরির কন্ট্রাক্টার বলতে কাদের নির্দেশ করেছেন? তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। তবে, এ প্রসঙ্গে পুরুলিয়ার তৃণমূল চেয়ারম্যান ও সেইসাথে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানালেন যে, যে সময়ের কথা শুভেন্দু অধিকারী বলেছেন, সেসময় নিজেই মন্ত্রিসভায় ছিলেন তিনি। এতদিন পরে এ সব কথা বলে নিজের ঘার থেকে দায় ছাড়ার চেষ্টা করছেন তিনি।

প্রসঙ্গত, ভাইপো বলে কটাক্ষ করায় বিরোধী নেতা নেত্রীদের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন। তবে,বিজেপির একাধিক নেতা-নেত্রী ভাইপো বলে স্পষ্টভাবে নির্দেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভাইপো বলার কারণে তিনি আইনি নোটিস নিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে। গতকাল পুরুলিয়া থেকে শুভেন্দু অধিকারী সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েও তোলাবাজ ভাইপো বলে তীব্র কটাক্ষ করেছেন।

অন্যদিকে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন যে, শুভেন্দু অধিকারীর উচিত সাবধান হয়ে যাওয়া। আগামী ২০২৪ সালের পর শুভেন্দু অধিকারী বিরুদ্ধে বন্ধ হয়ে যাওয়া সমস্ত ফাইল একটা একটা করে খোলা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!