এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য সুখবর ! তথ্য যাচাই এর তালিকা প্রকাশ করল পর্ষদ!

টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য সুখবর ! তথ্য যাচাই এর তালিকা প্রকাশ করল পর্ষদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   এবার নিয়োগ নিয়ে বড় ঘোষণা করল পর্ষদ । যদিও 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ টেট পরীক্ষা নিয়ে একের পর এক জলঘোলা  হয়েছে । দেখা গেছে  কখনোবা ভুল প্রশ্নের মামলা , আবার কখনো অস্বচ্ছ নিয়োগ নিয়ে মামলা হয়েছে । আর এই নিয়োগ-প্রক্রিয়ার জটিলতা কে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের মধ্যে অনিশ্চিয়তার দানা বেঁধেছে সেইসঙ্গে চাকরিপ্রার্থীদের দিন কাটাতে হয়েছে দীর্ঘ প্রতীক্ষায় একরাশ বুকের মধ্যে চাপা যন্ত্রনা নিয়ে । তবে  এবার এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন যে একটু একটু করে জট কাটছে তা একপ্রকার বলাই চলে । কেননা গত মাসের টেট উত্তীর্ণ প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা করতে বলা হয়েছিল আর এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে ২০১৪ সালে টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে তাঁদের স্ক্রুটিনির জন্য ডেকে পাঠানো হয়েছে। টেট উত্তীর্ণ ৪৬৭ জনকে অফলাইনে আবেদন জমা করতে বলা হয়েছিল। এই ৪৬৭ জন অনলাইনে আবেদন জমা করতে পারেননি। তাঁদের অফলাইন আবেদনকে মান্যতা দিয়েই স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৭ অক্টোবর কলকাতার বোসপুকুর প্রাইমারি স্কুল কাউন্সিল, শিক্ষাভবনে বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত স্ক্রুটিনি, ভেরিফিকেশন, ভাইভা ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে।

 

 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!