এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জয়লাভের পরও গোষ্ঠীকোন্দল,উত্তপ্ত ঠাকুরবাড়ি, পারদ চড়ছে মতুয়া শিবিরে

জয়লাভের পরও গোষ্ঠীকোন্দল,উত্তপ্ত ঠাকুরবাড়ি, পারদ চড়ছে মতুয়া শিবিরে

এতদিন মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ি তৃণমূলের দখলে ছিল। যেখান থেকে সাংসদ হয়েছিলেন মমতাবালা ঠাকুর। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে সেই ঠাকুরবাড়িরই আরেক সদস্য শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। আর এরপরই মতুয়া মহাসঙ্ঘে গেরুয়া ছোঁয়া লাগতে থাকে।

কিন্তু বিজেপি এই বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেও নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন যেতে না যেতেই এবার তীব্র গোষ্ঠী কোন্দলে অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির। সূত্রের খবর, গত শনিবার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন বিজেপির পার্টি অফিসে গাইঘাটার বিজেপি মন্ডলের সভাপতি নিখিল বিশ্বাসের বিরুদ্ধে কিছু বিজেপি কর্মী প্রবল বিক্ষোভ দেখান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি সভাপতি পদ থেকে সেই নিখীলবাবুকে অপসারণের জন্য তারা স্লোগান দিতে থাকে। কিন্তু বিজেপি এই ঠাকুরবাড়িতে জয়লাভ করলেও কেন এখানে তাদের গোষ্ঠীকোন্দলের সূচনা হল! বিজেপি কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের পরেই তৃণমূল থেকে একাধিক নেতাকর্মী বিজেপিতে যোগদান করতে শুরু করেন।

কিন্তু তাদের মধ্যে অনেকেই দাগী আসামি রয়েছেন। আর সেই সমস্ত শাসকদলের অভিযুক্ত নেতাকর্মীদের কাছ থেকে টাকা খেয়ে তাদের দলে ঢোকাচ্ছেন বিজেপির মন্ডল সভাপতি নিখিল বিশ্বাস বলে অভিযোগ। যার‌ জেরে এদিন মন্ডল সভাপতির বিরুদ্ধে সরব হতে দেখা যায় কর্মীদের একাংশকে। তবে এই ব্যাপারে অবশ্য সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন সেই গাইঘাটার বিজেপির মন্ডল সভাপতি নিখিল বিশ্বাস।

এদিন তিনি বলেন, “আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। পুরো যোগদানের বিষয়টি রাজ্য নেতৃত্বের তত্ত্বাবধানে হচ্ছে। যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হবে।” এদিকে বিজেপির এই গোষ্ঠী কোন্দলের সুর চড়িয়েছে তৃনমূল। শাসকদলের দাবি, বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছে আর এবার মানুষ তাদের আসল স্বরূপ ধরে ফেলেছে। সব মিলিয়ে ক্ষমতায় এসে এবার বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হতে দেখা গেল ঠাকুরনগরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!