এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা বিজেপি অফিস ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল!

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা বিজেপি অফিস ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলা শুরু হয়েছে বলে অভিযোগ। যেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন জায়গায় তাদের নেতা কর্মীদের ওপর হামলা করা থেকে শুরু করে পার্টি অফিসে ভাঙচুর চালানো, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠছে ঘাসফুল শিবিরের দিকে।

আর এই পরিস্থিতিতে এবার নদীয়ার কল্যাণী শহরে বিজেপির পার্টি অফিস থাকলেও তা রাতারাতি উধাও হয়ে গেল। যেখানে বুধবার সকালে উঠে বিজেপির নেতা কর্মীরা দেখতে পান যে, সেই নির্দিষ্ট জায়গায় তাদের পার্টি অফিসের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই। এক্ষেত্রে কিছু ভাঙ্গা জিনিসপত্র পড়ে রয়েছে। পাশাপাশি তাদের পার্টি অফিসে যে ভাঙচুর চালানো হয়েছে, সেই বিষয়টি স্পষ্ট হয়ে যায় গেরুয়া শিবিরের নেতা কর্মীদের কাছে। আর তারপরেই রীতিমতো বিক্ষোভ শুরু করে দেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিজেপির পার্টি অফিসটি বহাল তবিয়তে থাকলেও, বুধবার সকালে তার বিন্দুমাত্র কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে তাদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। আর তারপর সেই পার্টি অফিসের জিনিসপত্র কিছুটা দূরে গিয়ে ফেলে দিয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে রাস্তায় নেমে রীতিমতো টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্বরা। গেরুয়া শিবিরের দাবি, ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পুলিশ স্টেশন। কিন্তু এভাবে একটি রাজনৈতিক দলের অফিসে কেন ভাঙচুর চালানো হল, কি করছিল পুলিশ, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বিশেষজ্ঞরা বলছেন, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা উত্তপ্ত হতে শুরু করেছে। এক্ষেত্রে বেশিরভাগ অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। আর এবার নদীয়ার কল্যাণীতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার দায়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে ময়দানে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। যা নিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গেল শাসক শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!