এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “ঠান্ডা মাথায় খুনির মত আচরণ” রাজ্যপালের নতুন বিস্ফোরণে টালমাটাল রাজ্য- রাজনীতি

“ঠান্ডা মাথায় খুনির মত আচরণ” রাজ্যপালের নতুন বিস্ফোরণে টালমাটাল রাজ্য- রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্যের সাংবিধানিক প্রধানের দায়িত্বে আসীন হওয়ার পর থেকেই রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে চলেছেন জগদীপ ধনকর। শিক্ষা হোক বা আইন-শৃঙ্খলা, বিভিন্ন বিষয়ে রাজ্যের সঙ্গে তীব্র মতানৈক্য হতে দেখা গেছে তার এমন এমন সময়ে তিনি এমন এমন মন্তব্য করেছেন যা নিঃসন্দেহে বিতরকের সৃষ্টি করেছে বাংলার রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই রাজ্যপাল বনাম নবান্নের মধ্যেকার সম্পর্কে বেশি পরিমাণে দূরত্ব শুরু হয়েছে।

তবে মাঝে বেশ কিছুদিন রাজ্যের বিরুদ্ধে তেমনভাবে কোনো মন্তব্য করতে দেখা যায়নি রাজ্যপাল জাগদীপ ধনকরকে। কিন্তু এবার ফের একটি বিস্ফোরক মন্তব্য করে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সূত্রের খবর, শনিবার একটি টুইট করেন রাজ্যপাল।

যেখানে তিনি লেখেন, “পুলিশ দল পরিচালিত সংস্থা। আচরণে আইপিএস অফিসাররা রাজনৈতিকভাবে নিরপেক্ষ হবেন, সেটাই দস্তুর। তাদের কেউ কেউ মর্জিমাফিক আইনের ব্যবহার করছেন। বিরোধী নেতা বা সাংসদদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় খুনে মত আচরণ করতে দেখা যাচ্ছে। রাজ্যপাল হিসেবে এই জঘন্য কাজ বন্ধ করার জন্য যা যা করার করছি। সংশ্লিষ্ঠরা টের পাবেন। উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিলাম‌। বিরোধীদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে। রাজভবনে এসে রিপোর্ট করে জমা মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য। তিনি তা পালন করুন।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতির সময় থেকেই রাজ্যের বেশকিছু বিজেপি সাংসদ অভিযোগ করেছেন যে, তাদের সাধারণ মানুষের কাছে সাহায্য নিয়ে পৌছে যেতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন তারা। এমনকি এই ব্যাপারে বালুরঘাটের সুকান্ত মজুমদার থেকে শুরু করে আলিপুরদুয়ারের জন বারলা প্রত্যেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন।

শুধু তাই নয়, কিছুদিন আগে ভয়াবহ দুর্যোগের পর রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান পুলিশি হেনস্থার শিকার হয়েছেন বলেও রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন। আর এই পরিস্থিতিতে বিরোধী দলের নেতা, সাংসদ এবং জনপ্রতিনিধিরা হেনস্থা হচ্ছে একথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্বস্তি কার্যত বাড়িয়ে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকর।

এই পরিস্থিতিতে যেভাবে তিনি এবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন রাজভবনে, তাতে রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্ক আরও তিক্ত হয়ে যাবে বলেই মত রাজনৈতিক মহলের। সামনে বিধানসভা নির্বাচন। আর তার আগে পুলিশ সম্পর্কে এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে শাসকদলের বিরম্বনা বাড়াবে। আর রাজ্যপালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা এবং এই গোটা ঘটনা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!