এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > থার্ড ওয়েভের আগেই নাইট কার্ফুতে ছাড়! কার্যকর আজ থেকেই!

থার্ড ওয়েভের আগেই নাইট কার্ফুতে ছাড়! কার্যকর আজ থেকেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দ্বিতীয় ঢেউকে আটকাতে ইতিমধ্যেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে বিধিনিষেধের মধ্যে দিয়ে চলছে গোটা রাজ্য। তবে বেশ কিছু ক্ষেত্র সচল করে দেওয়া হয়েছে। কিন্তু এতদিন রাত্রি নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ যাতে পালন করা হয়, তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করতে দেখা গিয়েছে রাজ্য প্রশাসনকে। সেই মতো করে জেলায় জেলায় রাত ন’টা থেকে রাস্তায় মানুষের দেখা মিলত না বললেই চলে। কিন্তু আজ থেকে কার্যত সেই নাইট কারফিউতে মিলতে চলেছে বড়সড় ছাড়। মূলত, রাত্রি 9 টার বদলে 11 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এখন থেকে নাইট কারফিউ লাগু থাকবে রাজ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নবান্নে এই ব্যাপারে একটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানান যে, রাত্রি নটা থেকে নাইট কারফিউ লাগু হওয়ার কারণে অনেক মানুষের অসুবিধা হচ্ছিল। আর সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 16 আগস্ট থেকে সেই নাইট কারফিউতে ছাড় দেওয়া হবে। সেই মতো করেই আজ থেকে করোনা ভাইরাসকে আটকাতে একগুচ্ছ বিধিনিষেধ থাকলেও নাইট কারফিউ নিয়ে রাজ্যবাসীর একাংশের মধ্যে যে অসুবিধা সৃষ্টি হয়েছিল, তা মিটতে চলেছে বলেই মনে করছেন সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, এমনিতেই রাত 11 টা থেকে ভোর 5 টার মধ্যে তেমন ভাবে সাধারণ মানুষ রাস্তায় বের হন না। তাই সেই সময়টাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধের আওতায় ফেলা হয়েছে। যার ফলে একদিকে সাধারণ মানুষের কাজকর্মে যেমন ব্যাঘাত ঘটবে না, ঠিক তেমনই সেই সময়টাতে রাস্তাঘাট শুনশান থাকবে। স্বভাবতই এই পরিস্থিতিতে আজ থেকে নাইট কারফিউয়ের কারণে ন’টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার যে চিন্তা নিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বের হতেন সাধারন মানুষকে, সেই চিন্তার মেঘ কাটতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!