এখন পড়ছেন
হোম > জাতীয় > রাফালে নিয়ে নরেন্দ্র মোদীর ঘুম ওড়াতে রাহুল গান্ধীর পাশাপাশি এবার আসরে “দ্য হিন্দু”

রাফালে নিয়ে নরেন্দ্র মোদীর ঘুম ওড়াতে রাহুল গান্ধীর পাশাপাশি এবার আসরে “দ্য হিন্দু”


এ যেন “গোদের ওপর বিষফোঁড়া।” আসন্ন লোকসভা নির্বাচনের আগে যখন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু তুলে ধরে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, ঠিক তখনই সেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ওঠা রাফালে কেলেঙ্কারি ইস্যুতে দৈনিক সংবাদপত্র “দ্য হিন্দু” র প্রতিবেদনকে ঘিরে সরগরম হয়ে উঠল জাতীয় রাজনীতি।

আর “দ্য হিন্দুর” এই প্রতিবেদনকে ঘিরেই শুক্রবার সরগরম হয়ে উঠল লোকসভা। সূত্রের খবর, এদিন এই দৈনিক সংবাদপত্রের প্রতিবেদনকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী বলেন, “বায়ুসেনার 30 হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী চুরি করেছেন। আর সেই টাকা তিনি তাঁর শিল্পপতি বন্ধু অনিল আম্বানির হাতে তুলে দিয়েছেন।”

আর রাহুল গান্ধীর এই বক্তব্যের বিরুদ্ধে পাল্টা সরব হতে দেখা যায় কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে। “দ্য হিন্দু” নামে এই দৈনিক সংবাদপত্র বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, “এই চিঠির সম্পূর্ণরূপে ভুল ব্যাখ্যা করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের বক্তব্যকেও প্রতিবেদনে তুলে ধরা হয়নি বলেও জানান কেন্দ্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি সরকারের পাশে দাড়িয়ে সেই সংবাদপত্রের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব ডি মোহন কুমারও।

এদিকে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রাক্তন প্রতিরক্ষা সচিব মিলে “দ্য হিন্দু” সংবাদপত্রের প্রতিবেদনকে নিয়ে খোঁচা দিলেও এদিন সেই ব্যাপারে পাল্টা মুখ খোলেন সেই “দ্য হিন্দু” গ্রুপের চেয়ারম্যান এন রাম। তিনি বলেন, “প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে কোনো সার্টিফিকেটের প্রয়োজন আমার নেই। আসলে ওরা এবার ঘোর বিপদে পড়েছে। তাই বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।

প্রতিরক্ষামন্ত্রীর কাছে আমার একটাই পরামর্শ, আপনি লেনদেনের অংশই যখন নন, তাহলে কেন অসমর্থনীয় একটি বিষয়ের যৌতিকতা প্রমাণের ভার নিজের হাতে তুলে নিচ্ছেন?” সব মিলিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সোরগোল তুলে রাফায়েল কেলেঙ্কারি নিয়েও দ্য হিন্দু সংবাদপত্রের প্রতিবেদনকে হাতিয়ার করে ময়দানে নামল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!