এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচনে সামনে এল তৃণমূল-বিজেপির ‘বোঝাপড়ার’ বিস্ফোরক অভিযোগ

পঞ্চায়েত নির্বাচনে সামনে এল তৃণমূল-বিজেপির ‘বোঝাপড়ার’ বিস্ফোরক অভিযোগ

গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি রীতিমত তথ্য দিয়ে রাজ্যের শাসকদল ও গেরুয়া শিবিরের সম্পর্কে অভিযোগ তুলে দাবি করেন যে পঞ্চায়েত নির্বাচনের আগেই নির্বাচনের ফলাফল নিয়ে সমঝোতা হয়ে গেছে দুই শিবিরে। তিনি আরো দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে কোথাও মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে দেওয়া হচ্ছে না। যে মনোনয়নপত্রগুলি জমা পড়ছে, সেগুলি সবই হয় তৃণমূল, না হয় বিজেপির। তৃণমূল ও বিজেপি ‘বোঝাপড়া’ করেই এটা করছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনে গণ ডেপুটেশন দেওয়া হবে বলেও জানালেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বামফ্রন্ট চেয়ারম্যানের এই ‘ভিত্তিহীন’ অভিযোগ কার্যতই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উল্টে পার্থবাবু এই প্রসঙ্গে দাবি করেন, রাজ্যপালকে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে। বিরোধীদের মনোনয়ন জমা দিতে না পারার অভিযোগ অসত্য। পঞ্চায়েত ভোটে এখনও পর্যন্ত বিরোধীরাই সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে। রাজ্য সরকারের উন্নয়নকে ভয় পাচ্ছে বিরোধীরা। তাই শাসকদলের বিরুদ্ধে অশান্তির ভিত্তিহীন অভিযোগ তুলছে। মনোনয়ন জমা দিতে কেউ বাধা দিচ্ছে না। পুলিস ও প্রশাসন দক্ষতার সঙ্গে কাজ করছে। উল্লেখ্য ইতিমধ্যেই এইসব তথ্য নিয়েই প্রথমে নির্বাচন কমিশন ও পরে রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের ‘শীর্ষস্তরের নেতাদের’ একটি প্রতিনিধি দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!