এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ঠিক কতগুলো আসন পাবে বিজেপি? বিভিন্ন সংস্থা ও দলীয় হিসেব ক্রমশ হাসি চওড়া করছে গেরুয়া শিবিরের

ঠিক কতগুলো আসন পাবে বিজেপি? বিভিন্ন সংস্থা ও দলীয় হিসেব ক্রমশ হাসি চওড়া করছে গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাংলায় এসে বেঁধে দিয়েছেন সুর‌। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কমপক্ষে 200 আসন দখল করতে হবে। কিন্তু সত্যিই কি এত সংখ্যক আসন দখল করা সম্ভব আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে! কেননা যেখানে তৃণমূলের প্রবল প্রভাব রয়েছে, সেখানে 200 আসন দখল করতে আদৌ বিজেপি সচেষ্ট হবে কিনা, তা নিয়ে অনেকেরই যথেষ্ট সংশয় রয়েছে। তবে শুধুমাত্র মুখে আওয়াজ দিয়ে নয়, তলায় তলায় বিভিন্ন সংস্থাকে নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সমীক্ষা চালিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আর সেই সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে, তাতে অত্যন্ত সন্তুষ্ট দল। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে পর্যন্ত রাজ্যের যা অবস্থা রয়েছে, তাতে সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী 150 থেকে 160 টি আসনে বিজেপি এই রাজ্যে জয়লাভ করতে পারে। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির টার্গেটে না পৌঁছলেও, টার্গেটের অনেক ধারে কাছে পৌঁছে যেতে শুরু করেছে বলে সেই সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে। আর তা দেখে কিছুটা হলেও সন্তোষ প্রকাশ করছেন বিজেপি নেতারা।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই নির্বাচনে লড়াই করার সুবিধার জন্য সাংগঠনিকভাবে বাংলাকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে ভারতীয় জনতা পার্টি। যার মধ্যে উত্তরবঙ্গের সমস্ত জেলা নিয়ে তৈরি হয়েছে উত্তরবঙ্গ জোন। বলা বাহুল্য, এই উত্তরবঙ্গে 54 টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি হিসাব অনুযায়ী, এই উত্তরবঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে 30 থেকে 35 টি আসন পেতে পারে তারা। অন্যদিকে নবদ্দীপ জোনে বিধানসভার আসন রয়েছে 63 টি। এক্ষেত্রে এই সমস্ত এলাকায় 25 থেকে 30 টি আসন ভারতীয় জনতা পার্টির দখলে আসবে বলে আশা করা হচ্ছে। গেরুয়া শিবিরের দাবি, তাদের সংগঠন সবথেকে বেশি শক্তিশালী রাঢ়বঙ্গ জোনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত এই রাঢ়বঙ্গ জোন তৈরি হয়েছে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলাকে কেন্দ্র করে। আর এই সমস্ত জেলায় মোট বিধানসভা আসন 57 টি। গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে ভালো ফল করায় আগামী বিধানসভা নির্বাচনে 57 টি আসনের মধ্যে 30 থেকে 35 টি আসন তাদের দখলে থাকবে বলে রিপোর্টে উঠে এসেছে। এদিকে কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আর তিনি যোগ দেওয়ার পর মেদিনীপুরে বিজেপি অত্যন্ত ভালো ফল করবে বলে মনে করা হচ্ছে। গেরুয়া শিবিরের দাবি, পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক থেকে প্রায় 10 থেকে 12 টি আসন তাদের ঝুলিতে আসতে পারে।

আর তৃণমূলের প্রভাব যেখানে সব থেকে বেশি, সেই কলকাতা সংলগ্ন এলাকায় কি হবে বিজেপির ফলাফল! জানা গেছে, কলকাতা জোনে 51 টি বিধানসভা আসন রয়েছে। বিজেপির দাবি, এই সমস্ত এলাকায় তৃণমূলের দাপট থাকলেও, তারা 10 থেকে 12 টি আসনে জয়লাভ করতে পারে। আর এই সমস্ত কিছু মিলিয়ে বিজেপি রিপোর্টে 150 থেকে 160 টি আসন বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে উঠে এসেছে। যার ফলে বিজেপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করেছে।

তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক লড়াই দিয়েও যদি শেষ পর্যন্ত সাফল্য না পাওয়া যায়, তাহলে এর থেকে দুঃখজনক আর আর কিছু নেই। তাই মূল লড়াইয়ে যাওয়ার আগে বিজেপি তাদের বর্তমান পরিস্থিতি দেখে নিতে চাইছে। আর সেই মত রিপোর্টে সন্তোষজনক ফলাফল উঠে আসায় কিছুটা হলেও স্বস্তি পেতে শুরু করেছে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। তবে এখন বসে থাকলে হবে না। আসন বাড়ানোর লক্ষ্যে যে আবার জোরদার লড়াই শুরু করতে হবে, সেই ব্যাপারে কার্যত একমত বিজেপির সর্বস্তরের নেতা কর্মীরা। সব মিলিয়ে সমীক্ষায় বিজেপির যে ফলাফল দেওয়া হয়েছে, বাস্তবে তা কতটা সত্য হয়, সেদিকেই থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!