এখন পড়ছেন
হোম > জাতীয় > শুরুতেই ধাক্কা! ‘ফেডারেল ফ্রন্ট’ নিয়ে বড়সড় ক্ষোভ উগরে দিলেন অন্য শরিক

শুরুতেই ধাক্কা! ‘ফেডারেল ফ্রন্ট’ নিয়ে বড়সড় ক্ষোভ উগরে দিলেন অন্য শরিক


লোকসভায় অনাস্থা প্রস্তাব আন্তে বাধা দিচ্ছে টিআরএস, ক্ষুব্ধ তেলেগু দেশম পার্টি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃতীয় ফ্রন্ট গঠনের বৈঠক করতে চলেছেন টিআরএসের প্রধান। টিআরএসের এই দৈত অবস্থানে জন্য প্রশ্নের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সংসদে তৃণমূল বিজেপি বিরোধী অনাস্থায় সমর্থন জানালেও টিআরএস-এর এই অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেনি।এদিকে চন্দ্রবাবু নাইডু এনডিএ ত্যাগের পর পরই তাঁর বিরোধী জগন্মোহন রেড্ডি অনাস্থা প্রস্তাব আনেন। এটিকে মোদির একটি অন্যতম ফাঁদ বলে মনে করছে বিরোধী শিবির।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক মহল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাহুল গান্ধীর সাথে ঘনিষ্ঠতা না বাড়িয়ে সোনিয়া গান্ধীর সাথে ঘনিষ্ঠতা রেখে কংগ্রেসকে হাতে রাখছেন অথচ তৃতীয় ফ্রন্ট গঠনের বৈঠকে কোনোভাবেই জায়গা দিচ্ছেন না কংগ্রেসকে। জানা গেছে, এদিন দিল্লিতে কংগ্রেস অধিবেশনে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান সরাসরি পশ্চিমবঙ্গের এআইসিসির পর্যবেক্ষক সিপি যোশিকে জানান, বাংলার মুখ্যমন্ত্রী কংগ্রেস ভাঙার জন্য রাজ্যসভা নির্বাচনে অভিষেক মনু সিংভিকে ব্যবহার করছেন। ২০১৯ এর নির্বাচনে ঘাসফুল শিবির কংগ্রেসের সাথে জোট বাঁধে কিনা তা এখন দেখার বিষয়।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!